× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

পোলার স্কুল হ্যান্ডবল শুরু আগামীকাল

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

পোলার আইসক্রিম ২৫তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল। বালক ও বালিকা উভয় বিভাগেই এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এবারের আসরে টুর্নামেন্টের এ যাবৎকালের সর্বাধিক ৩৬টি স্কুল দল অংশ নিচ্ছে। এতে বালক বিভাগে ২০টি এবং বালিকা বিভাগে ১৬টি স্কুল দল অংশগ্রহণ করবে। বালক বিভাগে ৬টি গ্রুপে ১৮টি দল লীগ পদ্ধতিতে প্রাথমিক পর্বে অংশ নেবে। গ্রুপের শীর্ষ ৬টি দল সুপার লীগে খেলবে সুযোগ পাবে। সুপার লীগের ওই ৬ দলের সঙ্গে যোগ দেবে গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। ওই ৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে বালক বিভাগের সুপারলীগ।
সেখান থেকে চারটি দল সেমি ফাইনালে খেলার সুযোগ পাবে। অপরদিকে, বালিকা বিভাগে ১৬টি দল অংশগ্রহণ করায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে গ্রুপ পর্ব থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। চারটি করে দল চার গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে অংশ নেবে। শীর্ষ চারটি দল সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোলার আইসক্রিমের মার্কেটিং ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, টুর্নামেন্ট কমিটির বালক বিভাগের চেয়ারম্যান গোলাম হাবিব, সম্পাদক মো. সেলিম মিয়া বাবু এবং বালিকা বিভাগের সম্পাদক পারভিন পুতুল। স্কুল হ্যান্ডবলের পৃষ্ঠপোষকতায়ও ছিল দারুণ ধারাবাহিকতা। মাত্র দুটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এই ২৫টি আসরের পৃষ্ঠপোষকতা দিয়েছে। শুরু থেকে টানা ১৭টি স্কুল হ্যান্ডবলের পৃষ্ঠপোষকতায় ছিল বাটা। এরপর টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসে পোলার। প্রতিষ্ঠানটি টানা ৮টি আসরে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর