× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

বাফুফে থেকে নিপুর পদত্যাগ

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কোচেস এডুকেশন ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন বিএ জোবায়ের নিপু। গতকাল পারিবারিক কারণ দেখিয়ে বাফুফে’র সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানেন সাবেক এই ফুটবলার। ২০০৫ সালে কোচ হিসেবে বাফুফে’তে যোগ দেন এএফসি’র ‘এ’ লাইসেন্সধারী এই কোচ। এসময়ে নিপু বিভিন্ন বয়সভিত্তিক দল ছাড়াও কাজ করেছেন জাতীয় দলের সঙ্গে। পরবর্তীতে ২০১০ সালে বাফুফে’র টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন তিনি। এ পদে নিপু কাজ করেছেন দীর্ঘ ছয় বছর। ২০১৭ সালে বৃটিশ পল থমাস স্মলি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিলে তখন থেকেই কোচেস এডুকেশন ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। এ পদেও তিনি কাজ করেছেন দুই বছরের অধিক সময়।
দীর্ঘ ১৮ বছর ধরেই বাফুফের সঙ্গে জড়িয়ে রয়েছেন নিপু।
দীর্ঘ সময়ের সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে তিনি বলেন, পারিবারিক কারণ দেখিয়ে আমি পদত্যাগ করলেও আসলে বাফুফে’তে আগের মতো কাজ করার পরিবেশ নেই। এখানে ছেলেদের ফুটবল নিয়ে কেউ ভাবে না। গত বছর অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট করেছিলাম। যারা সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে ভালো করেছে। কিন্তু এরপর আর কোনো কাজ নেই তাদের নিয়ে। জিম করার কথা বলেছিলাম। কিন্তু তাতেও গা নেই বাফুফে’র। এখানে কেবল মেয়েদের ফুটবল নিয়েই পড়ে রয়েছেন সবাই। এটাও কোনো সমস্যা নয়। তাই বলে ছেলেদের ফুটবলে জোর দেয়া হবে না কেন? একসঙ্গে একমাস ছেলেরা অনুশীলন করতে পারছে না। আসলে ছেলেদের ফুটবলের পাইপলাইন নিয়ে কোনো মাথাব্যথাই নেই যেন বাফুফে’র।’ তিনি যোগ করেন, ‘আমাকে কোচ অ্যাডুকেশন কো-অর্ডিনেটর বানানো হয়েছে। অনেক কোচ রয়েছেন বাফুফে’র। কিন্তু তাদের বেতনাদি নেই। কাজ নেই। তাহলে কেন বছর বছর কোচ বাড়ানো হচ্ছে। তাছাড়া আমার পদাবনতি হয়েছে। একজন কোচের চেয়েও কম বেতন পাই। এভাবে চলতে পারে না। আর তাই পদত্যাগপত্র দিয়েছি।’ জানা গেছে, বাফুফে থেকে পদত্যাগ করে ক্লাব কোচিংয়ে মনোনিবেশ করবেন তিনি। তবে কোন ক্লাবের সঙ্গে কাজ করবেন তা এখনই পরিষ্কার করেননি বাফুফে’র সাবেক এই টেকনিক্যাল ডিরেক্টর। গুঞ্জন রয়েছে পেশাদার লীগে নবাগত ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে যুক্ত হচ্ছেন নিপু।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর