× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাথমিক দলে নেই সোহেল

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গোলরক্ষক শহিদুল আলম সোহেলের ভুলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় বাংলাদেশ। এ নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তার জেরেই শেষ পর্যন্ত আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বাংলাদেশ দল থেকে বাদ পড়লেন শহিদুল আলম সোহেল। তাকে ছাড়া ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
 সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে স্বপ্নের শুরু হয়েছিল বাংলাদেশের। প্রথম দুই ম্যাচে ভুটান ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে নেপালের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয় বাংলাদেশকে। এই ম্যাচে গোলরক্ষক শহিদুল আলম সোহেলের শিশুসুলভ একটি ভুলই বাংলাদেশকে ছিটকে দেয় সাফ চ্যাম্পিয়নশিপ থেকে। নেপালের এক ফ্রি কিক হাতে নিয়েও জালের মধ্যে ছেড়ে দেন গোলরক্ষক সোহেল।
ওই অমার্জনীয় ভুলটি করার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে গোলরক্ষক সোহেলকে নিয়ে। জানা যায়, সাফ চ্যাম্পিয়নশিপ এবং বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য যে প্রস্তুতি ক্যাম্প করেছিলেন কোচ জেমি ডে, সেই ক্যাম্পে ছিলেন না গোলরক্ষক সোহেল। শেষ মুহূর্তে হঠাৎই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয় এবং সরাসরি নেয়া হয় একাদশে। তুমুল সমালোচনার মুখে অবশেষে বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাথমিক দল থেকেও বাদ দেয়া হলো আবাহনীর এই গোলরক্ষককে। তার পরিবর্তে নতুন করে ডাকা হয়েছে গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনকে। আছেন এশিয়ান গেমসে দুর্দান্ত খেলা আশরাফুল ইসলাম রানাও। এশিয়ান গেমস ও সাফ ফুটবল এই দুই আসরে খেলা সব ফুটবলারই আছেন ৩১ সদস্যের প্রাথমিক দলে। আগামী ২০শে সেপ্টেম্বর বিকাল থেকে প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প শুরু হবে। ক্যাম্পে যোগ দিতে ম্যানেজার সত্যজিত দাস রুপুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে ডাক পাওয়া খেলোয়াড়দের।
আগামী ১লা অক্টোবর সিলেটে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারকার আসর। আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ফিলিপাইন ও লাওস। ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নেপাল, ফিলিস্তিন ও তাজিকিস্তান। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। ৯ ও ১০ই অক্টোবর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কক্সবাজার স্টেডিয়ামে। ১২ই অক্টোবর ফাইনাল ম্যাচটি হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।  
প্রাথমিক দল
আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান, রাসেল মাহমুদ, মাহফুজ হাসান প্রিতম, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ ওয়ালি ফয়সাল, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, নাসিরউদ্দীন চৌধুরী, ইয়াসিন খান, আরিফুল ইসলাম, মামুনুল ইসলাম, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, ইমন মাহমুদ, রবিউল হাসান, জাফর ইকবাল, সাদ উদ্দিন, সোহেল রানা, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইব্রাহিম, মাহবুবুর রহমান সুফিল, শাখওয়াত রনি, নাবীব নেওয়াজ জীবন, তৌহিদুর আলম সবুজ, মতিন মিয়া ও জাবেদ খান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর