× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সাকিবের ফেরার সংবাদ গুজব /স্ত্রী শিশিরের দাবি ‘হলুদ সাংবাদিকতা’

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান। তার একমাত্র মেয়ে আলাইনা হাসান আব্রি অসুস্থ তাই সাকিবের এমন সিদ্ধান্ত। যে কারণে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের। সোমবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) টাইগারদের টিম ম্যানেজমেন্টের বেশ কয়েকটি সূত্র দৈনিক মানবজমিনকে এমন তথ্য সঠিক নয় বলেই জানায়। তবে এমন সংবাদ যে সত্যি নয়, সেটি স্পষ্ট হয় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের একটি ফেসবুক স্ট্যাটাসে। তার নিজস্ব ভেরিফাইড আইপি ‘সাকিব উম্মে আল হাসান’ থেকে তিনি লিখেছেন এই ধরনের সংবাদ হলুদ সংবাদিকতা। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, তারা স্বপরিবারে দেশে ফিরে আসছেন না।  শিশির তার স্ট্যাটাসে লিখেছেন, ‘হলুদ সাংবাদিকতা অনেক ভালো।
কোন কিছু না জেনে একটি স্টোরি  তৈরি করা যায় এবং এতে করে অনেক বেশি ভিউয়ার পাওয়া যায়। এবং বিশেষ করে সেটা সাকিবের ক্ষেত্রে হলে অনেক বেশি ভালো হয়। আমার মেয়ে এশিয়া কাপ ক্রিকেটের অনেক আগে থেকেই অসুস্থ। আমরা ঢাকায় ফিরে যাচ্ছি না এটা সত্যি। আমাদের মনেও এমনটা নেই। সাকিব ইনজুরি নিয়ে খেলছে এবং তার পাশে তার পরিবারের থাকা প্রয়োজন। তার পরিবারও দেশের জন্য অনেক কিছু ত্যাগ করছে। তারপরও দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমের এমন খবরে অবাক হই। সবকিছুর পরও আমি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে।’
এশিয়া কাপে সাকিব আল হাসানের খেলা না খেলা নিয়ে বিতর্ক চলছিল বেশ কিছুদিন থেকেই। বিশেষ করে আঙুলে ইনজুরির কারণে সাকিব চেয়েছিলেন দ্রুত অপারেশন করিয়ে সেরে উঠতে। সে জন্য তিনি চাইছিলেন না যে এশিয়া কাপে ঝুঁকি নিয়ে খেলতে। তার দাবি ছিল তিনি ২০ থেকে ৩০ ভাগ পারফরম্যান্স দিতে পারবেন এ অবস্থাতে যা তিনি চান না। তার সঙ্গে বিসিবি’র চিকিৎসকদেরও একই মত ছিল। জানানো হয়েছিল সাকিবের আঙুলে অপারেশন লাগবেই। তবে তিনি চাইলে ইনজেকশন নিয়ে খেলা চালিয়ে যেতে পারেন যেমনটি তিনি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে এই অবস্থাতে তার কাছ থেকে শতভাগ পারফরম্যান্স পাওয়া যাবে না তাও নিশ্চিত ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন চেয়েছিলেন সাকিব এশিয়া কাপে খেলেই অপারেশনে যাক। তাহলে গুরুত্বপূর্ণ এ আসরে তার মতো একজন ক্রিকেটার থাকলে দল মানসিকভাবেও চাঙ্গা থাকবে। সাকিবও বিসিবি সভাপতির অনুরোধে দেশের জন্য রাজি হয়ে যান। কিন্তু পরে তিনি একটি সংবাদমাধ্যমে নিজেই জানান যে, তার কাছ থেকে ২০-৩০ ভাগ পারফরম্যান্স পাওয়া যাবে। যদিও পরে তিনি সেই কথা অস্বীকার করেন। কিন্তু এ নিয়ে হয়ে গেছে একদফা বিতর্ক।
মূলত এ কারণেই অনেকে সাকিবের দেশে ফিরে আসার বিষয়টি বিশ্বাসও করেছিলেন। তবে একটি সূত্রে জানা যায় সাকিবের কন্যা অসুস্থ হলে তার দেশে ফিরে আসার কোনো কারণ নেই। কারণ তার স্ত্রীও সংযুক্ত আরব আমিরাতেই আছেন টিম হোটেলে। যদি মেয়ের  চিকিৎসার প্রয়োজন হয় তাহলে সাকিব দেশে নয়, দুবাই কিংবা যুক্তরাষ্ট্রেই করাতে পারেন। অন্যদিকে সাকিবের ফিরে আসার বিষয়টি টাইগার ভক্তদের মাঝেও ছড়িয়ে দিয়েছিল একরাশ হতাশা। ইনজুরির কারণে গতকাল বিকালেই দেশে ফিরেছেন শীর্ষ ব্যাটসম্যান তামিম ইকবাল। ইনজুরিতে আছেন দলের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহীম। তার উপর সাকিব ফিরে এলে আফগানদের বিপক্ষে নড়বড়ে দল নিয়ে মাঠে নামতে হবে মাশরাফি বিন মূর্তজাকে। বিশেষ করে শ্রীলঙ্কা দুই হারে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ায় টাইগারদের সামনে সুযোগ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। তবে প্রতিপক্ষ যে লঙ্কানদের উড়িয়ে দেয়া আফগানিস্তান। সদ্য টেস্ট মর্যাদা পাওয়া আফগানরা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর হতে পারে সেটি তারা শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়ে ফের প্রমাণ করেছে। তাই সাকিবের ফিরে আসার সংবাদ ছিল দেশবাসীর জন্য বিনা মেঘে বজ্রপাতের মতোই। বিসিবি’র একটি সূত্রের দাবি, ‘সাকিব বা তার পরিবার বিসিবি কিংবা সংযুক্ত আরব আমিরাতে থাকা টাইগারদের টিম ম্যানেজমেন্টের কেউ এমন  ঘোষণা দেয়নি। যে কারণে বিসিবি’রও এই নিয়ে আনুষ্ঠানিক বক্তব্যের কিছু নেই। এমন কিছু হলে বিসিবি’র পক্ষ থেকেই জানানো হতো।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর