× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

অপপ্রচারে ‘বিদ্ধ’ শুভা

এক্সক্লুসিভ

ওয়েছ খছরু, সিলেট থেকে
১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

সিলেটি নাটকে অভিনীত একটি চিত্র নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে নানা অপপ্রচারে ‘বিদ্ধ’ হচ্ছেন অভিনেত্রী শুভা। তাকে নিয়ে রীতিমত হুলস্থুল সিলেটে। নাটকপাড়ায় আলোচনা তুঙ্গে। আর নাটকের অংশ ফেসবুক আইডি থেকে কেড়ে নিয়ে কেউ কেউ গল্প বানিয়েও লিখেছেন অনলাইন পোর্টালে।


এতে ক্ষুব্ধ অভিনেত্রী শুভা। কোথাকার ঘটনা টেনে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে- তা দেখে সিলেটি নাটকপাড়ার কলা-কৌশলীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এই সুযোগে টেনে আনা হচ্ছে অভিনেত্রী শুভার অতীত ঘটনাবলীও। সেসব ঘটনায় আলোচিত-সমালোচিত হয়েছিলেন তিনি।
সিলেটি নাটকের অভিনেত্রী সেবা আক্তার শুভা। নাটকপাড়ার অনেকেই তাকে শুভা নামে চেনেন। কয়েকটি নাটকে তিনি ইতিমধ্যে অভিনয়ও করেছেন। এতে করে যেমনি সুনাম কামিয়েছেন তেমনি ভাবে নানা ঘটনায় আলোচিতও হয়েছিলেন। সম্প্রতি আবারো আলোচনায় এসেছেন। তবে সেটি বাস্তব নয়। অভিনয়ের একটি চিত্র ভুল করে নিজের ফেসবুক আইডিতে প্রচার করে এবার নিজেই সমালোচনার খোরাক হয়ে উঠলেন। তবে, এরই মধ্যে সব ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। শুভাকে নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছিল সেটিও সবাই মেনে নিয়েছেন। শুভা সম্প্রতি অভিনয় করেন ‘অপরাধী’ নামের একটি নাটকে। ওই নাটকটি প্রযোজনা করছেন রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেলের কর্ণধার শাহাদাত হোসেন লালন। আবু সাঈদ ছমিরের গল্প অবলম্বনে বিশ্বজিৎ সরকারের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শুভা। ছবিতে ধর্ষণের একটি দৃশ্য চিত্রায়িত করা হয়।

আর এতে ভিকটিমের শিকার হন শুভা। ছবির দৃশ্য চিত্রায়িত হওয়ার পর শুভা কয়েক দিন আগে ধর্ষণের পরবর্তী কয়েকটি চিত্র তার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। আর এসব ছবি দেখেই তাকে নিয়ে তোলপাড় শুরু হয়। সিলেটের একটি অনলাইন পোর্টাল শুভাকে নিয়ে অতিমাত্রায় খবর প্রকাশিত করে। আর সেটি শেয়ার হয় প্রচুর। এতে করে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে শুভা। নাটকপাড়ায় তাকে ঘিরে শুরু হয় নানা কথাবার্তা। এসব অপপ্রচারের তীরে বিদ্ধ শুভা মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন। পরে অবশ্য নাটকপাড়ার কয়েকজন শীর্ষ ব্যক্তির হস্তক্ষেপে শুভার অপপ্রচারের জবাব মিলেছে। শুভাও ইতিমধ্যে গণমাধ্যমের কাছে জানিয়েছেন সে কথা। শুভা জানান- ‘গত ১০ই সেপ্টেম্বর তিনি ‘অপরাধী’ নামের একটি শর্টফিল্মে অভিনয় করেন। ওই শর্টফিল্মে অভিনয়ের শুটিংয়ের কিছু ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন তিনি। ছবির ক্যাপশনে লিখেন, ‘কামিং সুন শর্টফিল্ম অপরাধী, হুপ ইউ গাইজ লাইক দিস।’ শুভা জানান, ‘তার ওই ফেসবুক পোস্টে দেয়া শর্টফিল্মে অভিনয়ের ছবি চুরি করে ১২ই সেপ্টেম্বর ‘সালমান চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি। পরে আসল ছবি এডিট (সম্পাদনা) করে শুটিংয়ে থাকা বাকিদের ক্রপ (ছবি থেকে বাদ দেয়া) করে ‘সালমান চৌধুরী’ নামের ওই আইডি থেকে অপপ্রচার শুরু করা হয়।

ওই আইডি থেকে পোস্ট দিয়ে শুভাকে ‘ধর্ষণ করা হয়েছে’ বলে অপপ্রচার শুরু হয়। এরপর একটি অনলাইন পোর্টালও এ সংক্রান্ত মিথ্যা খবর প্রচার করেছে।’ অপরাধী নাটকের প্রযোজক রঙ্গিলা সিলেটি ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন লোলন গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন- শুভার ভুল ছিল সে তার নিজের আইডিতে তা প্রচার করেছে। একজন অভিনেত্রী সেটি করতেই পারে। কিন্তু সেখান থেকে কাটপিস করে কেউ অপপ্রচার চালাবে তা তো ঠিক হয়নি। এরপরও আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করায় সত্য বিষয়টি বেরিয়ে এসেছে। তিনি বলেন- শুভা অপরাধী নাটকে অভিনয় করেছেন। সেখানে একটি সিক্যুয়েন্স ছিল ধর্ষণের। আর সেটি সহজ সরল ভাবে শুভা তার ফেসবুক আইডিতে দিয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর