× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

নাশকতার মামলা করায় ফের দা-লাঠি ও হাতুড়ি দিয়ে ব্রিজ ভাঙার চেষ্টা!

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

খুলনা জেলার কয়রা উপজেলায় আবারো দা, লাঠি ও হাতুড়ি (হামার) দিয়ে ব্রিজ ভেঙে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা করেছে পুলিশ। ব্রিজ ভেঙে নাশকতার চেষ্টা ও সরকারি সম্পদ ক্ষতিসাধনের অভিযোগে গত ১৬ই সেপ্টেম্বর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার কয়রা থানার এসআই আবু সায়েম বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১১০-১২০ জনকে আসামি করে মামলা করেছেন। এর আগে, গত ১৪ই জুলাইয়ের আমাদী ইউনিয়নের মসজিদ কুড় স্লুইচ গেটে হাতুড়ি (হামার), দা, লাঠি দিয়ে ব্রিজ ভেঙে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে অনুরূপ মামলা (নং-১৮) করেছিলেন এসআই আল মামুন।
কয়রা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম বলেন, ‘দা, লাঠি দিয়ে লোহা ও কনক্রিটে নির্মিত ব্রিজ ভাঙার চেষ্টার অভিযোগে হাস্যকর মামলা শুধু কয়রাতেই হচ্ছে। মানুষ এসব মামলার এজাহার দেখলে হাসে।

গত ১৪ই জুলাইয়ের আমাদীর মসজিদকুড় স্লুইচ গেটে হাতুড়ি, দা, লাঠি দিয়ে ব্রিজ ভেঙে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা করেছে পুলিশ। এসব রাজনৈতিক হয়রানিমূলক মামলায় শুধু বিএনপি নেতা-কর্মীদের নয়; কয়রায় গ্রেপ্তার বাণিজ্য চলছে। হয়রানি করা হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।’
মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই নিমাই চন্দ্র কুন্ডু বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে; এজন্য এজাহারভুক্তদের নাম এখনি প্রকাশ করা সম্ভব নয়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর