× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

যে হারে জয়ের আনন্দ

খেলা

অনলাইন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

আইসিসি’র সহযোগী দল হংকং। এই নবাগত, অনভিজ্ঞ দলটি এশিয়া কাপে ভারতকে হারানোর সুযোগ সৃষ্টি করেও পায়নি জয়ের দেখা। শক্তিশালী ভারতের বুকে কাপন ধরিয়েও শেষ হাসি হাসতে ব্যর্থ হংকং।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় হংকং। শেখর ধাওয়ানের ১২৭ ও আম্বাতি রাইডুর ৬০ রানে ভর করে ৭ উইকেটে ২৮৫ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে ৮ উইকেটে ২৫৯ রান করতে সমর্থ হয় হংকং। নিঝাকাত খান ও আঞ্জুমান রাতের উদ্বোধনী জুটিতে ১৭৪ রান পায় তারা। ওয়ানডে ইতিহাসে যেকোনো উইকেটে যা তাদের সর্বোচ্চ সংগ্রহ। প্রথম উইকেটের খোঁজে হন্যে হয়ে পড়ে ভারত।
৩৫তম ওভারে ভারতকে ব্রেক থ্রু এনে দেন চায়নাম্যান স্পিনার কুলদ্বীপ যাদব। অধিনায়ক আঞ্জুমান ফেরেন ৭৩ রানে। বাঁহাতি অভিষিক্ত পেসার খলিল আহমেদ এলবিডব্লিউ’র ফাঁদে নিঝাকাতকে আটকালে ধসে যায় হংকং দল। আর কেউ ক্রিজে না টিকতে পারায় শেষ হাসি ভারতের মুখে। ভারতের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নেন চাহাল ও খলিল। ২টি উইকেট পান কুলদ্বীপ যাদব।

ম্যাচ সেরা হন শেখর ধাওয়ান। ২৬ রানের এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে নাম লেখায় ভারত। শুন্য হাতে ফিরলেও ভারতের বিপক্ষে এই প্রতিরোধ স্মরণীয় হয়ে রইবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর