× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ফোনে তামিমকে যা বললেন প্রধানমন্ত্রী

অনলাইন

স্পোর্টস রিপোর্টার
(৫ বছর আগে) সেপ্টেম্বর ১৯, ২০১৮, বুধবার, ৫:২০ পূর্বাহ্ন

এশিয়া কাপে আহত হয়ে মঙ্গলবার দেশে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। আহত তামিম ইকবালের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিমের বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য আজ বুধবার দুপুরে তামিম ইকবালকে ফোন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে আহত হন তামিম। ব্যান্ডেজ করা হাত নিয়েই দলের প্রয়োজনে মাঠে নামেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। তামিম খেলতে নামার পরই একটি বল খেললেও দলের খাতায় মুশফিক-তামিমের শেষ জুটিতে যোগ হয় ৩২ রান। ওই খেলায় জয় পায় বাংলাদেশ।

ব্যান্ডেজ করা হাত নিয়েই খেলতে নেমে প্রশংসিত হন তামিম ইকবাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করেছ। নিজেদের শরীরের প্রতিও যতœ নিতে হবে। খেলায় হার-জিত থাকবেই।’ ওই দিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিম ইকবালকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তামিম ইকবালকে প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য বলেন প্রধানমন্ত্রী। কুণ্ঠাবোধ না করে যেকোনো বিষয় তাঁকে জানানোর কথাও বলেন প্রধানমন্ত্রী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর