× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সালমানের নামে শুটিং ফ্লোরের দাবি

বিনোদন

স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার

গতকাল ছিল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ সালমান শাহর ৪৭তম জন্মদিন। এই প্রিয় নায়কের অগণিত ভক্ত এখনো তাকে আগের মতোই ভালোবাসেন। সালমানের জন্মদিনে এবার ভক্তরা তাকে স্মরণ করার পাশাপাশি কিছু ক্ষোভের কথাও জানান। তারমধ্যে অন্যতম হচ্ছে সালমান শাহ স্মরণে বিএফডিসিতে এখনো কোনো শুটিং ফ্লোর করা হয়নি। বিশেষ করে সালমান শাহ ফ্যান ক্লাবের পক্ষ থেকে সালমানের এক ভক্ত নাহিদ ইমন বলেন, আমার পছন্দের ও প্রাণের নায়ক একজনই। তিনি হচ্ছেন সালমান শাহ। জহির রায়হান ফ্লোর, জসিম ফ্লোর, মান্না ডিজিটাল ফ্লোর এফডিসিতে থাকলেও গত কয়েক বছর ধরে সালমান শাহর নামে একটি শুটিং ফ্লোরের নামকরণের দাবি করে আসছি আমরা। তা আজও বাস্তবায়ন হলো না।
এফডিসির এক, দুই এবং তিন নম্বর শুটিং ফ্লোরগুলোর নাম এখনো কারো নামে নেই। আমাদের প্রিয় নায়ক সালমান শাহ্‌ কি এ দেশের সিনেমার জন্য কোনো অবদান তাহলে রাখেননি? আমরা সালমান শাহর নামে শুটিং ফ্লোর খুব শিগগিরই চাই। কর্তৃপক্ষ যেন বিষয়টি এড়িয়ে না যান সেটার অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবন শুরু হলেও চলচ্চিত্রে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন সালমান শাহ। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। জনপ্রিয় এই নায়ক ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সবক’টিই ব্যবসাসফল। ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর অকালে রহস্যজনকভাবে মারা যান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর