× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

উচ্ছ্বসিত ছন্দা

বিনোদন

এন আই বুলবুল
২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। দেড় যুগের বেশি সময় ধরে টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘অর্পিতা’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিতে ছন্দা জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদের সঙ্গে। আগামী ৫ই অক্টোবর ছবিটি মুক্তি পাবে বলে জানান তিনি। প্রথম চলচ্চিত্র নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। এই ছবিতে তাকে কীভাবে উপস্থাপন করা হয়েছে জানতে চাইলে ছন্দা বলেন, ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছি আমি।
অর্পিতা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। জীবনের সঙ্গে নানা সংগ্রাম করে তাকে এগিয়ে যেতে হয়। অর্পিতার শেষ কি হয় এটি জানার জন্য সবাইকে ছবিটি দেখতে হবে। ক্যারিয়ারের শুরু থেকে আমি অনেক চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি। বিভিন্ন কারণে করা হয়নি। এই ছবিতে যুক্ত হওয়ার গল্প শুনতে চাওয়া হলে ছন্দা বলেন, জয় আমাকে বেশ কয়েকটি গল্প শোনায়। সেখান থেকে এই গল্পটি পছন্দ করি। আগে চলচ্চিত্রে কাজ করা না হলেও এ মাধ্যমটির প্রতি দুর্বলতা ছিল। এই ছবিটি করার সময় সব কিছু স্বপ্নের মতো মনে হয়েছিল। ১৯৯৯ সালে ‘কাজল কালো দিন’ শিরোনামের নাটকের মধ্য দিয়ে জয় এবং ছন্দার ক্যারিয়ার শুরু হয়। এরপর দুজন একই সঙ্গে অনেক নাটকে অভিনয় করেন। ক্যারিয়ারের প্রথম হিরোর নির্দেশনায় প্রথম চলচ্চিত্রে অভিনয় করলেন ছন্দা। এই সময়ে নায়ক নাকি নির্মাতা জয়কে এগিয়ে রাখবেন? এই প্রশ্নের উত্তরে ছন্দার ভাষ্য, নির্মাতা হিসেবে জয় যথেষ্ট ট্যালেন্ট। একই সঙ্গে তাকে একজন কৌশলী নির্মাতাও বলতে পারি। জয় যদি আর একটু মনোযোগী হয় তাহলে নির্মাতা হিসেবে সে অনেক দূর যাবে। নায়ক হিসেবেও জয় অসাধারণ। প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই দ্বিতীয় চলচ্চিত্রের কাজ শুরু করেছেন টিভি নাটকের এই অভিনেত্রী। বর্তমানে তার হাতে নার্গিস আক্তারের ‘যৌবতি কন্যার মন’ শিরোনামের একটি ছবি রয়েছে। সাহিত্যনির্ভর এই ছবিটি নিয়েও ছন্দা বেশ আশাবাদী। ভালো গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার ইচ্ছেও প্রকাশ করেন তিনি। এই অভিনেত্রী এখন ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সময়ে তার হাতে ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘মায়া মসনদ’ ও ‘মজনু একজন পাগল নহে’ শিরোনামের ধারাবাহিকগুলো রয়েছে। ছোট পর্দাকে ছন্দা তার জীবিকার জায়গা বলে মনে করেন। তিনি বলেন, ছোট পর্দা আমার জীবিকার জায়গা। এখানেই আমাকে প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হয়। ছোট পর্দায় কাজ করে আমাকে চলতে হয়। ছন্দা এখন ‘নীড় খোঁজে গাঙচিল’ ধারাবাহিকের শুটিংয়ে কক্সবাজার আছেন। আজ রাতেই সেখান থেকে ফিরবেন। ঢাকায় ফিরে উড়াল দেবেন ভারতে। সেখানে তার দু’মেয়ে পড়ালেখা করে। আসছে ২২শে সেপ্টেম্বর ছন্দা এবং তার দুই মেয়ের জন্মদিন। দিনটিতে দুই মেয়েকে সারপ্রাইজ দেয়ার জন্য সেখানে উড়াল দিচ্ছেন বলে জানান তিনি। মেয়েদের জন্য কেমন সারপ্রাইজ রাখছেন জানতে চাইলে বলেন, আমার দুই মেয়ে জানে আমি এবার জন্মদিনে তাদের সঙ্গে থাকবো না। কিন্তু তাদের না জানিয়ে আমি যাচ্ছি। ক্যারিয়ারের লম্বা সময়ে ছন্দা টিভি নাটকে অনেক উত্থান-পতন দেখেছেন। আলাপনে তার কাছে জানতে চাওয়া হয় এই সময়ে কোন বিষয়গুলোর পরিবর্তন খুব বেশি প্রয়োজন। ছন্দা বলেন, নাটক নির্মাণ হয় টেলিভিশনের জন্য। টিভিতে নাটক দেখা আর ইউটিউবে দেখা এক বিষয় নয়। কিন্তু দর্শকরা বাধ্য হয়ে ইউটিউবে নাটক দেখছেন। টিভি চ্যানেলগুলো নাটকের মধ্যে আনলিমিটেড বিজ্ঞাপন প্রচার করে। এটি একটি নির্দিষ্ট সময়ে নিয়ে আসা প্রয়োজন। এছাড়া আমাদের টিভি নাটকে ভালো গল্পের অভাব রয়েছে। আমাদের শুরুর দিকে গল্পের সংকট ছিল না। এখন ভালো গল্প সংকটের কারণেও দর্শকরা টিভি নাটক দেখছে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর