× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

হয়ে গেল ‘গাঙচিল’ ছবির মহরত

বিনোদন

স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার

এবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ থেকে নির্মিত হচ্ছে সিনেমা। গতকাল দুপুরে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় এই সিনেমার মহরত। এর মাধ্যমেই দীর্ঘ পাঁচ বছর পর জুটি বেঁধে ফিরছেন চলচ্চিত্র তারকা ফেরদৌস ও পূর্ণিমা। ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। ‘গাঙচিল’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও অভিনয় করবেন। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, গাঙচিল’ বাণিজ্যিক সিনেমা হলেও এর উপস্থাপন হবে শৈল্পিক। আমি চাই সিনেমাটি আন্তর্জাতিকভাবেও সম্মানিত হোক। সেই সঙ্গে দর্শকও সিনেমাটিকে যেন আপন করে নিতে পারে সেদিকে আমার
খেয়াল থাকবে।
‘গাঙচিল’ সিনেমায় ফেরদৌস সাংবাদিক চরিত্রে এবং পূর্ণিমা অভিনয় করবেন একজন এনজিও কর্মীর চরিত্রে। পূর্ণিমা বলেন, পাঁচ বছর পর ফিরছি। ফেরদৌস আছেন, ঋতু দি আছেন। এজন্য ভালো লাগছে। দর্শক আমাকে যেভাবে চায় সেভাবেই নিজেকে উপস্থাপন করতে চাই। মহরত অনুষ্ঠানে ফেরদৌস এবং পূর্ণিমার পাশাপাশি ঋতুপর্ণাও উপস্থিত ছিলেন। ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মারুফ রেহমান ও কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তারা সবাই সিনেমা সংশ্লিষ্টদের শুভ কামনা জানান। জানা যায়, নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে ছবিটির দৃশ্যধারণ। প্রসঙ্গত, ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর