× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কুলাউড়ার পৃথিমপাশায় ১০ দিনব্যাপী মহররমের শোক

বাংলারজমিন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার

কুলাউড়া উপজেলার পৃথিমপাশায় প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন শোক অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র মহররম পালিত হচ্ছে। এ উপলক্ষে পহেলা মহররম থেকে দশ মহররম পর্যন্ত পৃথিমপাশা নবাববাড়ীর ইমামবাড়া, তরপি সাহেব বাড়ি, ছোট সাহেব বাড়ি, মরহুম শাহাদাত হোসেনের বাড়ি, বাঘ বাড়ি, মনরাজ সাহেব বাড়ি, পাল্লাকান্দি সাহেব বাড়ি প্রমুখ ইমামবাড়া গুলোতে মহররম ও কারবালার ইতিহাস স্মরণে মজলিশ, মাতম, নোওহা, জিয়ারত, দোয়া, জারি, জিঞ্জির (ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত) শোকের নিশান আলম, পাঞ্জা, তাজিয়া সহ শোক মিছিল ও অনুষ্ঠানাদি সম্পন্ন হচ্ছে। তাছাড়া ১৯শে সেপ্টেম্বর রাতে শোক মিছিল নবাববাড়ী ইমামবাড়া থেকে ছোট সাহেব বাড়ী ইমামবাড়ায় আসে এবং পুনরায় রবিরবাজার হয়ে নবাববাড়ী ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। গতকাল গভীর রাতে নবাববাড়ী ইমামবাড়া থেকে তরপি সাহেব বাড়ি ইমামবাড়ায় বিশাল শোক মিছিল অনুষ্ঠিত হবে এবং পুনরায় নবাববাড়ীতে গিয়ে শেষ হবে শোক মিছিলটি। ১০ মহররম, ২১শে সেপ্টেম্বর শুক্রবার আশুরার দিনে বিকাল ৩টায় নবাববাড়ী ইমামবাড়া থেকে বিশাল তাজিয়া মিছিল বের হয়ে আলী আমজদ স্কুলের সম্মুখে (কারবালা) এসে জিঞ্জির মাতমে “হায় হোসেইন হায় হোসেইন” ধ্বনিতে ও জিয়ারতের মাধ্যমে ১০ দিন ব্যাপী শোক অনুষ্ঠানের সমাপ্ত হবে। প্রতি বছরের ন্যায় এ বছরও মহররমের শোক অনুষ্ঠানাদি পালনে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। চলতি বছর ১০ দিন ব্যাপী মহররম ও আশুরার ইতিহাসের উপর বয়ান রাখছেন মাওলানা মোহাম্মদ নুরে আলম, মাওলানা মাজেদুল ইসলাম।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর