× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘টাকা দিয়ে কেনা যাবে না’

বাংলারজমিন

ঝিনাইদহ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার

 ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেছেন, পুলিশ হচ্ছে জনগণের সেবক। তাদের নিরাপত্তা আর সুরক্ষা দেয়া আমাদের দায়িত্ব। এটা জনগণের সাংবিধানিক অধিকার। জনগণকে রক্ষা করতে গিয়ে আমরা মাদক ব্যবসায়ী, জঙ্গি, চরমপন্থি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হবো।  জেলার কোথাও জুয়া খেলা চলতে দেবো না। কেউ আমাদের টাকা দিয়ে কিনতে পারবে না। আমি পরিচ্ছন্ন একটি জেলা উপহার দিতে সাংবাদিকদের সহায়তা চাই। পুলিশ সুপার হাসানুজ্জামান বুধবার তার দপ্তরে ঝিনাইদহ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্তি, শৈলকুপা সার্কেলের এএসপি তারেক আল মেহেদী, ওসি এমদাদুল হক, ওসি বিশেষ শাখা শরিফুল ইসলাম জনক, ওসি ডিবি জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, আমিনুর রহমান টুকু, এম সাইফুল মাবুদ, দেলোয়ার কবীর, আসিফ ইকবাল কাজল, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, শিপলু জামান, রাজিব হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
সাংবাদিকরা সাদা পোশাকে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ ও রাস্তার পাশে বাস-ট্রাকের অবৈধ পার্কিং নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, অতীতে জেলাকে সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত করতে সাংবাদিকরা যেভাবে সহায়তা করেছে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।   
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর