× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহার আর নেই

বাংলারজমিন

চট্টগ্রাম প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার

চট্টগ্রাম বন্দরে আসা অস্ত্রবোঝাই সোয়াত জাহাজ প্রতিরোধের অন্যতম বীর সেনানী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহার আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ইহজগৎ ত্যাগ করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূবর্কোণ অফিসের নিজ কর্মস্থলে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন রইসুল হক বাহার। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এরপর রাতে তার জীবনাবসান হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন বলে জানান রইসুল হক বাহারের নিকটাত্মীয় মো. আলাউদ্দিন। তিনি জানান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহারের বাড়ি চট্টগ্রামের বন্দর এলাকায়।
বুধবার দুপুর ২ টায় বন্দর ভবন চত্বরে নামাজের জানাজা ও মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার শেষে বন্দর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে বুধবার সকাল ১১ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তার মরদেহে ফুলের শ্রদ্ধা জানান। চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিন, মহানগর কমান্ডার মোজাফফর আহমেদ, দৈনিক আজাদী সমপাদক এমএ মালেক, মুক্তিযোদ্ধা-গবেষক ডা. মাহফুজুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ শ্রদ্ধা জানান।
 অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, কবি কামরুল হাসান বাদল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সমপাদক সবুর শুভ, অর্থ সমপাদক কাশেম শাহ, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন একাত্তরের এ গেরিলা যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর