× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘নেইমার একাই কেন বলির পাঁঠা’

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার

লিভারপুলের বিপক্ষে ম্যাচে নিষ্প্রভ ছিলেন নেইমার। সামাজিকমাধ্যমে তার পারফরম্যান্স নিয়ে হাস্যরস চললেও সতীর্থকে আগলে রাখলেন অধিনায়ক থিয়াগো সিলভা। গত মৌসুমে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফারে এফসি বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি দেন নেইমার। মঙ্গলবার ম্যাচে কোনো সফল ড্রিবলিং বা ক্রস করতে পারেননি। পারেননি বল কাড়তে। উল্টো বল হারিয়েছেন ১১ বার। আর সফল পাসের হার মাত্র ১৯ শতাংশ। সঙ্গে যোগ হয়েছে ম্যাচের সেই মুহূর্তটা।
সাদিও মানের ড্রিবলিংয়ে নেইমার বোকা! টুইটারে এ নিয়ে চলছে হাস্যরস। ম্যাচের ২৫ মিনিটে পিএসজির রক্ষণভাগের ডান প্রান্তে রক্ষণ সামলাতে কিছুটা নিচে নেমেছিলেন নেইমার। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার সময় নেইমারকে সামনে পেয়ে দারুণ ড্রিবলিংয়ে বোকা বানান লিভারপুল তারকা সাদিও মানে। তবে ম্যাচ শেষে নেইমারকে আগলে রেখে পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা বলেন, ‘সে দলকে সাহায্য করার চেষ্টা করেছে। কোচ যা বলেছে তা-ই করেছে। মানুষ একজনকে বলির পাঁঠা বানাবেই। যদিও (হারের জন্য) দোষী আমরা সবাই।’ তবে সামাজিকমাধ্যমে নিস্তার নেই নেইমারের। এক ফুটবলপ্রেমীর টুইট, ‘নেইমারকে মেসির ছায়াতলে পাঠালেন মানে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর