× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

শেখ রাসেলে ব্রাজিলিয়ান ফুটবলার

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার



কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপে ড্যানিয়েল কলিন্দ্রেসকে এনে হৈ-চৈ ফেলে দিয়েছে নবাগত বসুন্ধরা কিংস। এরইমধ্যে নতুন এই ক্লাবটির সঙ্গে চুক্তি করে নিউ রেডিয়েন্টের বিপক্ষে ম্যাচ খেলতে নিলফামারীতে আছেন ড্যানিয়েল। চ্যাম্পিয়নস লীগের বাছাইপর্বে গোল করা গাম্বিয়ান ফরোয়ার্ড উসমান জ্যালোকেও উড়িয়ে এনেছে নবাগত এই ক্লাবটি। পিছিয়ে থাকতে চাচ্ছে না অন্য ক্লাবগুলোও। এরই মধ্যে এক ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে দলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারের নাম অ্যালেক্স রাফায়েল। জন্ম সাও পাওলোতে। বাংলাদেশে আসার আগে খেলেছেন ভিয়েতনামের প্রিমিয়ার লীগের ক্লাব নাম ধিন এফসিতে।
যদিও ভিয়েতনাম প্রিমিয়ার লীগে দু’ম্যাচ খেলে তার নামের পাশে নেই কোনো গোল। এর আগে ২০১২ সালে খেলেছেন অস্ট্রিয়ান ক্লাব রেডবুল শালসবার্গে। সেই ক্লাবের হয়ে ইউরোপা লীগে দুই ম্যাচ খেলারও অভিজ্ঞতা আছে শেখ রাসেলে যোগ দেয়া এই ফুটবলারের। পরে জাপানের জে লীগ, থাই লীগসহ বেশক’টি লীগে খেলে এখন তার ঠাঁই হচ্ছে বাংলাদেশে। রাসেলের জার্সি গায়ে তোলার আগে রাফায়েল সবচেয়ে বেশি সফল হয়েছেন থাইল্যান্ডে। থাই প্রিমিয়ার লীগের ক্লাব উবন ইউএমটি ইউনাইটেডের জার্সিতে ৪০ ম্যাচ খেলে করেছেন ২৬ গোল। রাফায়েল ছাড়াও আরও দুই বিদেশি চূড়ান্ত করেছে শেষ মৌসুমে ষষ্ঠ হওয়া দলটি। গত মৌসুমে শেখ জামালের হয়ে ১৫ গোল করা নাইজেরিয়ান রাফায়েল অনব্রো ও চট্টগ্রাম আবাহনীতে খেলা নাইজেরিয়ান সেন্টারব্যাক এলিসন উদোকাকে নিশ্চিত করেছে তাঁরা। নতুন মৌসুমে রাসেলের ডাগআউটে দেখা যাবে জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটুকে। তাঁর সহকারী হিসেবে আছেন পর্তুগিজ কোচ ফ্রান্সিসকে ব্রুতো দা কস্তা। গোলরক্ষক কোচও বিদেশি। তিনি কেনিয়ান আবদুল ইদ্দি সেলিম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর