× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

খুলনায় বাজে আউট ফিল্ড /আঘাত পেয়ে মাঠ ছাড়লেন সৌম্য-সাইফ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার

কিছুদিনের মধ্যেই শুরু হবে জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। তার আগে জাতীয় দলে সুযোগের অপেক্ষায় থাকা ক্রিকেটারদের প্রস্তুত করে নিতে বিসিবি আয়োজন করেছে চার দিনের একটি ম্যাচ। যেখানে লাল ও সবুজ দলে মুখোমুখি হয়েছেন এইচপি’র ক্রিকেটাররা। গতকাল খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়েই। কিন্তু হঠাৎ করেই দিনের খেলা শেষ না করে দুই দল মাঠ ছেড়ে বের হয়ে আসে। কারণ মাঠের আউট ফিল্ড ছিল নরম। সেখানে খেলতে গিয়ে কিছুটা আঘাত পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লাল দলের অধিনায়ক সৌম্য সরকার। এছাড়া আঘাত পেয়েছেন তরুণ ক্রিকেটার সাইফ হাসান।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আব্দুস সাত্তার কচি। তবে এ বিষয়ে বিসিবির গ্রাউন্ড কমিটির ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন জানিয়েছেন, আজ ফের খেলা সময়মতো শুরু হবে। তিনি বলেন, ‘বৃষ্টি ও নানা কারণে মাঠের আউট ফিল্ডের কিছু অংশ ভেজা ও নরম ছিল। যে কারণে দিনে পুরো খেলা হয়নি। হ্যা, দু-একজন ক্রিকেটার কিছু আঘাত পেয়েছে শুনেছি। তবে আজ সময়মতোই খেলা হবে, মাঠের সমস্যাও থাকবে না। কিউরেটরদের সেভাবেই নির্দেশ দেয়া হয়েছে।’
খুলনায় বিসিবির লাল ও সবুজ দলের ম্যাচটি হওয়ার সিদ্ধান্ত খুব অল্প সময়ে নেয়া হয়েছে। মাঠের সহকারী কিউরেটর নাজমুল জানান তারা ১৪ তারিখ এ ম্যাচের জন্য মাঠ প্রস্তুত করার কথা জেনেই কাজ শুরু করেছেন। হাতে যথেষ্ট সময় পাওয়ার পরও কেন এই সমস্যা- তা নিয়ে তিনি বলেন, ‘আসলে মাঠের কিছু অংশ নরম ছিল। সেখানে আবার গুবরে পোকা মাটি তুলে ফেলেছে। আমরা সেখানে রোল করেছিলাম। কিন্তু তাতেও পুরোপুরি ঠিক হয়নি। তবে আশা করি কাল (আজ) খেলতে কোনো সমস্যা হবে না।’ খুলনায় গতকাল সকাল ৯টায় শুরু হয় চার দিনের ম্যাচ। বিসিবি সবুজ দল ৫৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলার পর মাঠ ছাড়েন সৌম্য-সাইফরা। ম্যাচে সবুজ দলের অধিনায়ক ইমরুল কায়েস খেলেন ৫৮ রানের ইনিংস। নুরুল হাসান সোহান ২৮ ও মেহেদী হাসান ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তিন উইকেট নেন অফস্পিনার আল-আমিন। তাসকিন আহমেদ, ইরফান সাজ্জাদ ও জুবায়ের হোসেন লিখন নেন একটি করে উইকেট। বল ধরতে গিয়ে শরীরের বিভিন্ন জায়গা ছিলে গেছে তরুণ দুই ক্রিকেটারের। স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আব্দুস সাত্তার কচি বলেন, ‘দুজন ক্রিকেটার কিছুটা আঘাত পেয়েছেন। আউটফিল্ড ড্যাম্প (ভারি) থাকায় এমনটা হয়েছে বলে মনে হয়।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর