× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

রিহ্যাব বর্ষসেরা পুরস্কার পেলেন মানবজমিনের এমএম মাসুদ

অনলাইন

অর্থনৈতিক রিপোর্টার
(৫ বছর আগে) সেপ্টেম্বর ২০, ২০১৮, বৃহস্পতিবার, ১:৩৫ পূর্বাহ্ন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) বর্ষসেরা সাংবাদিক হিসেবে পুরস্কার পেলেন মানবজমিনের রিপোর্টার এমএম মাসুদ।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার তুলে দেন।
আবাসিক ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব ২০১২ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে। রিহ্যাব প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ফটোজার্নালিস্ট এই তিনটি ক্যাটাগরিতে ২৪ জন সাংবাদিককে পুরস্কার দিয়েছে। এদের মধ্যে ১০ জন রিপোর্টার এবং ১৪ জন ফটোসাংবাদিক। পুরস্কার হিসেবে বর্ষসেরা সাংবাদিকদের চেক ও ক্রেস্ট দেয়া হয়েছে। ২০১৬ সালে দৈনিক মানবজমিনে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এমএম মাসুদ আজ এ পুরস্কার পেলেন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে এমএম মাসুদসসহ রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন প্রথম আলোর রিপোর্টার সানাউল্লাহ সাকিব, সমকালের রিপোর্টার মিরাজ সামস, আমাদের সময়ের রিপোর্টার গোলাম রব্বানি, ভোরের কাগজের মরিয় সেজুতি।
টেলিভিশন ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া পাঁচ সাংবাদিকের মধ্যে রয়েছেন- মাছরাঙ্গা টিভির হিরজুম মিরা, এনটিভির হাসানুল শাওন, একাত্তর টিভির জাহিদুল ইসলাম, মোহনা টিভির তানিজিলা নিঝুম এবং সময় টিভির সানবীর রূপম।
পুরস্কার পাওয়া ১৪ টেলিভিশন ক্যামেরাম্যান’র মধ্যে রয়েছেন- চ্যানেল আই’র মামুন হোসেন, এটিএন বাংলার আকাশ ইসলাম, এটিএন নিউজের রাসেল আহমেদ, জিটিভির রোমেল, সময় টিভির মঞ্জুর আহমেদ, এস এ টিভির সি এম মনির হোসেন, নিউজ ২৪’র রিপন, বাংলা টিভির কালাম, মাই টিভির সাগর, এনটিভির মিলন, এশিয়ান টিভির সামীর আহমেদ, বাংলা ভিশনের ইসমাইল হোসেন পলাশ, একাত্তর টিভির আবুল কালাম আজাদ এবং আরটিভির সায়মন।
রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী (শাওন), প্রথম ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর