× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সোহানের সেঞ্চুরির দিনে উজ্জ্বল আল আমিন

খেলা

স্পোর্টস রিপোর্টার
২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার

আগের দিন আউট ফিল্ড বিতর্কে খেলা ফেলে মাঠ ছেড়ে ছিল ক্রিকেটাররা। কথা ছিল খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে সময় মতো দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। কিন্তু দ্বিতীয় দিন খেলা শুরুতে পেরিয়ে গেছে আধাবেলা। বিশেষ করে আউট ফিল্ড ঠিক করতেই মাঠ পরিচর্যাকারীদের হিমসিম খেতে হয়েছে। অবশেষে দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে গড়ায় লাল ও সবুজ দলের লড়াই। আসন্ন জাতীয় ক্রিকেট লীগের প্রস্তুতি নিতেই বিসিবির গেমডেভেলপমেন্ট বিভাগ চার দিনের এই ম্যাচের আয়োজন করে। যেখানে লাল ও সুবজ দলে ভাগ হয়ে অংশ নিয়েছে এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটাররা। আগের দিন আউট ফিল্ডে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পেয়েছিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান।
লাল দলের অধিনায়ক সৌম্য তখন মাঠ ছেড়েছিলেন খেলতে অস্বীকৃতি জানিয়ে। তাদের বিপক্ষে ব্যাট করতে নামা সবুজ দল অবশ্য করেছিল ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান। অধিনায়ক ইমরুলের ব্যাট থেকে এসেছিল ৫৮ রানের ইনিংস। অন্যদিকে গতকাল ২৮ রানে দিন শুরু করা নূরুল হাসান সোহান তুলে নিয়েছে দারুণ এক সেঞ্চরি। সেই সুবাদে সবুজ দলের প্রথম ইনিংসে সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৮৯ রান। জবাব দিতে নেমে অবশ্য সুবিধা করতে পারেনি লাল দল। ১৮ ওভারে ৪৬ রান তুলে হারিয়েছে এক উইকেট। এখনো তারা পিছিয়ে আছে ২৪৩ রানে।
খুলনায় দ্বিতীয় দিন দেরি করে খেলা শুরু হলেও হাল ছাড়েনি সুবজ দল। বিশেষ করে আগের দিন ২৮ রানে অপরাজিত থাকা সোহান দারুণ শুরু করেন এ দিন।  বিসিবি লাল দলের বিপক্ষে ১০১ রানের অপরাজিত ইনিংস এই উইকেটরক্ষক-ব্যাটনম্যান। ১৮৮ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় সাজান তিন অঙ্ক পেরোনো ইনিংসটি। তার সঙ্গে মেহেদী হাসানের ব্যাট থেকে আসে ৩১ রান। আর চার উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন লাল দলের পেসার আল-আমিন হোসেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা আল-আমিনের জ্বলে ওঠার দিনে আরেক পেসার আবু জায়েদ রাহি নেন দুটি উইকেট। এছাড়াও তাসকিন আহমেদ, ইরফান সাজ্জাদ ও জুবায়ের হোসেন লিখন নিয়েছেন একটি করে উইকেট। দুই সেশনের বেশি সময় নষ্ট হওয়ায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা চলেছে মাঠে আলো থাকা অবধি।
সাইফ হাসান ২৪ রান করে তাইজুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন। সৌম্য সরকার ২১ ও আল-আমিন ০ রানে অপরাজিত থেকে শেষ করেন। আজ তৃতীয় দিন বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সৌম্য সরকারের দলকে। অবশ্য এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন লাল দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এ ম্যাচ থেকেই তিনি খুঁজে নিতে চান জাতীয় দলে ফেরার আত্মবিশ্বাস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর