× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

চ্যাম্পিয়নের মতোই শুরু রিয়াল মাদ্রিদের

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে কোচ হুলেন লোপেতেগির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার ম্যাচটি ৩-০ গোলে জেতে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে ইসকোর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান দ্বিগুণ করেন গ্যারেথ বেল। শেষদিকে তৃতীয় গোলটি করেন মারিয়ানো দিয়াস। এদিন ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। টনি ক্রুসের থ্রু বল প্রথম ছোঁয়ায় দারুণভাবে নিয়ন্ত্রণে নেন বেল। কিন্তু তার নিচু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
পাঁচ মিনিট পর ডি-বক্সের বাইরে গোলরক্ষককে একা পেয়ে ব্যর্থ হন ইসকো। ইসকোর দারুণ নৈপুণ্যে ৪৫তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বাঁকানো ফ্রি-কিকে গোলটি করেন এই স্প্যানিয়ার্ড। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে তুরস্কের মিডফিল্ডার জেনগিস উন্দারের জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকান রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাস। পরের চার মিনিটে রিয়ালের আরো দু’টি ভালো সুযোগ নষ্ট হয়। ওয়েলস ফরোয়ার্ড বেলের শট প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে ক্রসবারে বাধা পায়। আর ডি-বক্সের বাইরে থেকে লুকা মদরিচের শট ঠেকিয়ে দেন ওলসেন। ৫৮তম মিনিটে সাফল্যের দেখা পান বেল। মাঝমাঠ থেকে মদরিচের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। যোগ করা সময়ের প্রথম মিনিটে দুর্দান্ত এক শটে গোল করেন বেলের বদলি নামা মারিয়ানো। মার্সেলোর পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে বুলেট শটে গোল করেন গত আগস্টে লিঁও থেকে ফেরা এই স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড। ‘জি’ গ্রুপের অন্য ম্যাচে চেক রিপাবলিকের ভিক্টোরিয়া প্লাজনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রাশিয়ার সিএসকেএ মস্কো। ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে ডাচ্‌ ক্লাব আয়াক্স ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে গ্রিসের এইকে অ্যাথেন্সকে। ‘এফ’ গ্রুপে ইউক্রেনের শাখতার দোনেৎস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জার্মান ক্লাব হফেনহাইম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর