× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

বাংলারজমিন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার

অবৈধ অনুপ্রবেশের দায়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ সীমান্ত থেকে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক যুবক পশ্চিম ত্রিপুরা জেলার পূর্ব আগরতলা থানার আগরতলা উত্তর যুগ্মনগর আরালিয়া গ্রামের জগদীশ সরকারের ছেলে দিলীপ সরকার (২৫)। মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ কামরুজ্জামান জানান, বুধবার রাতে বিজিবি ভারতীয় যুবককে থানায় হস্তান্তর করেছে। এর আগে ৫৫ বিজিবি রাজেন্দ্রপুর বিওপি’র নায়েক সুবেদার কাওছারের নেতৃত্বে একদল বিজিবি সদস্য বুধবার দুপুরে টহল দেয়ার সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে মাধবপুর উপজেলার জালুয়াবাদ সীমান্তের ১৯৮৪ ফোর এস পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে তাকে আটক করে। এ সময় বিজিবি’র সদস্যরা তার কাছ থেকে ভারতীয় আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও ১৯৮৫ ভারতীয় রুপি ২৫২২ বাংলাদেশি টাকা জব্দ করে। রাতে বিজিবি ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করে মামলা দায়ের করে। বিষটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এসআই নাঈমকে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর