× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

টঙ্গীতে ডায়াগনস্টিকের ম্যানেজারকে মারধর

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে
২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার

 টঙ্গীতে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার পথে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ইকবাল হোসেন টঙ্গীর কলেজগেট এলাকার এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। ইকবাল হোসেন জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় অফিসের কাজ শেষে মোটরসাইকেলযোগে তার শ্বশুর বাড়ি আউচপাড়ায় যাচ্ছিলেন। তিনি সাহাজউদ্দিন সরকার রোডে পৌঁছলে ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উত্তর ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়া ওরফে অটো সিরাজ মাতাল অবস্থায় তার পথরোধ করে। এসময় ইকবাল তার পরিচয় দেয়ার পরও তাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। পরে সিরাজের ১০-১৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী ইকবালকে জোরপূর্বক রিকশার গ্যারেজে আটকে রেখে মারধর করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। তিনি আরও জানান, সিরাজের চাঁদাবাজিই একমাত্র পেশা।
তিনি উত্তর আউচপাড়া এলাকায় ব্যাটারী চালিত প্রায় ৪০০ অটোরিকশা থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও খাঁ-পাড়া, মোল্লাবাড়ী, বাস্তুহারা এলাকায় দেহ ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিরাজ মিয়া বলেন, আমি মাতাল অবস্থায় কাউকে মারধর করিনি। আউচপাড়া এলাকায় কিছুদিন যাবৎ চুরি ছিনতাই বেড়ে গেছে। সেজন্য অপরিচিত ইকবালকে এ এলাকায় সে কি করছে তা জিজ্ঞাসাবাদ করেছি। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর