× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

পরাজয়ের বৃত্তে বাংলাদেশ

খেলা

অনলাইন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার

এশিয়া কাপের সুপার ফোর এ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যাবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ দল। এই নিয়ে আফগানিস্তান ও ভারতের কাছে টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল টাইগাররা।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে দলীয় ৬১ রানের মাথায় সাকিবের বলে ব্যক্তিগত ৪০ রানে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন শিখর ধাওয়ান। এরপর দলীয় ১০৬ রানে রুবেল হোসেনের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আম্বাতি রাইডু (১৩) । ভারত যখন জয় থেকে মাত্র ৪ রান দুরে, তখন অধিনায়ক মাশরাফির বলে ৩৩ রানে আউট হন মাহেন্দ্র সিং ধোনি। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা শেষ পর্যন্ত অপরাজিত ৮৩ রানের  এক চমৎকার ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। বাংলাদেশের পক্ষে মাশরাফি, সাকিব ও রুবেল হোসেন ১টি করে উইকেট লাভ করেন।

এর আগে, দুুুবাইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ভুবেনশ্বর কুমারের বলে ব্যক্তিগত ৭ রানে আউট হন লিটন দাস।
পরের ওভারেই নেই শান্তর উইকেট। এই বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব ও মুশফিক। কিন্তু দলীয় ৪২ রানের মাথায় ফেরেন সাকিব আল হাসান। মুশফিক (২১) ও মিঠুন (৯) দ্রুত ফিরে গেলে বিপদ আরো ঘনীভূত হয়। নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে টাইগার শিবির। মাহমুদুল্লাহ (২৫), মোসাদ্দেক সৈকত (১২) ও পারেননি দলের বিপর্যয় রুখতে। শেষ দিকে কাপ্তান মাশরাফি ও মেহেদি মিরাজের দৃঢ় ব্যাটিংয়ে ১৭৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। মিরাজ ৪২ ও মাশরাফি করেন ৩২ রান। ভারতের হয়ে ৪ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ৩টি করে উইকেট ঝুলিতে ভরেন ভুবেনশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহ।

আজ খেলায় বাংলাদেশ দলে ছিল দুটি পরিবর্তন। আগের ম্যাচে বিশ্রাম পাওয়া মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান ফেরেন মূল একাদশে। আফগানিস্তানের বিপক্ষে খেলা মুমিনুল হক ও অভিষিক্ত আবু হায়দার রনি চলে যান একাদশের বাইরে।

শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত সুচনা করেছিল বাংলাদেশ। উদ্ধোধনী ম্যাচে ১৩৭ রানের আত্মবিশ্বাসী জয় পেয়েছিল টাইগাররা। কিন্তু পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রানের বিশাল পরাজয় টাইগার শিবিরের আত্মবিশ্বাস টলে দেয়। ম্যাচ শেষে কাপ্তান মাশরাফি নিজ মুখে স্বীকার করেছেন সে কথা। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বসাকুল্যে সংগ্রহ করেতে পেরেছিল মাত্র ১১৯ রান। সেই ব্যাটিং বিপর্যয়ের ধারাবাহিকতায় আজো ভারতের বিপক্ষে মাত্র ১৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর