× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

শাস্তি পেলেন রাশিদ-হাসান-আসগর

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার

এবারের এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারায় পাকিস্তান। আর এই ম্যাচে বাজে আচরণের জন্য আফগান স্পিনার রাশিদ খান, অধিনায়ক আসগর আফগান ও পাকিস্তানি পেসার হাসান আলি শাস্তি পেয়েছেন। শাস্তি স্বরূপ তিন জনকেই এক ডিমেরিট পয়েন্ট ও মা্যচ ফির ১৫ ভাগ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এদিন আফগানিস্তান ইনিংসের ৩৩তম ওভারে ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহিদি ডিফেন্স করলে ফিরতি বল পেয়ে তার সামনে থ্রু করেন হাসান আলি। এই ইনিংসের ৩৭তম ওভারে তিন রান নিতে গিয়ে হাসান আলিকে ধাক্কা দেন আফগান অধিনায়ক আজগর। আর পাকিস্তান ইনিংসের ৪৭তম ওভারে ব্যাটসম্যান আসিফ আলিকে আউট করে আঙ্গুল তুলে গ্যালারি দেখিয়েছিলেন রাশিদ খান। এই সব আচরণের কারণে মাঠের দুই আম্পায়ার ও ম্যাচ রেফারি তাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। আইসিসিসির কোড অব কন্ডাক্টের ২.১.১ ধারায় শান্তি পান হাসান ও আজগর।
আর রাশিদ খান শাস্তি পান ২.১.৭ ধারায়। এ নিয়ে ২৪ মাসের মধ্যে দ্বিতীয় বার ডিমেরিট পয়েন্ট পেলেন আসগর। গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে এক ডিমেরিট পয়েন্ট পান তিনি। আইসসিরি নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে যদি কোনো খেলোয়াড় ৪ ডিমেরিট পয়েন্ট পায় তাহলে তাকে ১ টেস্ট অথবা সীমিত ওভারের ২ ম্যাচ নিষিদ্ধ করা হয়।॥
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর