× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে বার্সার ম্যালকম, বাদ সিলভা-উইলিয়ান

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার

ব্রাজিল জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বার্সেলোনার উইঙ্গার ম্যালকম। আগামী মাসে হতে যাওয়া আর্জেন্টিনা ও সৌদি আরবের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা ও মিডফিল্ডার উইলিয়ান। এই দুই ম্যাচের জন্য শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন কোচ লিওনার্দো বাচ্চি তিতে। দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। জুভেন্টাসের ফরোয়ার্ড ডগলাস কস্তাও নেই দলে। তার দলে না থাকার কারণ হিসেবে সম্প্রতি পাওয়া চোট এবং গত শনিবার সাসুলোর বিপক্ষে সিরি আ ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে থুথু দেয়ার ঘটনার কথা উল্লেখ করেন তিতে। তিনি বলেন, ঘটনা বা দুর্ঘটনা যাই হোক, শৃঙ্খলা ঘাটতির কারণে সে দলের বাইরে। ম্যালকম ছাড়া দলে ডাক পাওয়াদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় আছেন বোর্দোর ডিফেন্ডার পাবলো ও গ্রেমিওর তরুণ গোলরক্ষক ফিলিপে।
দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার দানিলো ও গোলরক্ষক এডারসন। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে ব্রাজিল দলে ছিলেন না তারা। আগামী ১২ই অক্টোবর সৌদি আরব এবং ১৬ই অক্টোবর আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

ব্রাজিল দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ফিলিপে (গ্রেমিও)।
ডিফেন্ডার: দানিলো (ম্যানচেস্টার সিটি), আলেকসান্দ্রো (জুভেন্টাস), ফাবিনহো (লিভারপুল), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), মার্কিনহোস (পিএসজি), মিরান্ডা (ইন্টার মিলান), এডের মিলিতাও (পোর্তো), পাবলো (বোর্দো)
মিডফিল্ডার: আর্থার (বার্সেলোনা), রেনাতো আগুস্তো (বেইজিং গোয়ান), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফিলিপ্পে কুটিনহো (বার্সেলোনা), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ম্যালকম (বার্সেলোনা), রিচার্লিসন (এভারটন), ওয়ালেস (হ্যানোভার)
ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রবার্তো ফিরমিনো (লিভারপুল), নেইমার (পিএসজি), এভারটন (গ্রেমিও)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর