× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার

তিন দিন আগের চ্যাম্পিয়ন্স লীগে হারের ধাক্কা কাটিয়ে জয়ের পথে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগে কার্ডিফ সিটিকে উড়িয়ে দিয়েছে কোচ পেপ গাার্দিওলার দল। কার্ডিফের মাঠে শনিবার ম্যাচটি ৫-০ গোলে জেতে বর্তমান চ্যাম্পিয়নরা। সার্জিও আগুয়ারো এগিয়ে দেয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান বারনার্দো সিলভা ও ইলকাই গুনদোয়ান। আর দ্বিতীয়ার্ধে বদলি নেমে দুবার বল জালে পাঠান রিয়াদ মাহরেজ। গত বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লীগে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওর কাছে ২-১ গোলে হেরেছিল সিটি। শনিবার ম্যাচের শুরু থেকে একচেটিয়া বল দখলে রাখা সিটির এগিয়ে যায় ম্যাচের ৩২তম মিনিটে। ডান দিক থেকে বারনার্দো সিলভার পাস ডি-বক্সে পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আগুয়েরো।
খানিক পর নিজেই ব্যবধান দ্বিগুণ করেন প্রথম গোলে অবদান রাখা সিলভা। লেরয় সানের ক্রসে পর্তুগিজ মিডফিল্ডারের হেডে বল জাল খুঁজে পায়। ৪৪তম মিনিটে রাহিম স্টার্লিংয়ের সঙ্গে একবার বল দেয়া নেয়া করে প্রায় ২২ গজ দূর থেকে জোরালো শটে দলের তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার গুনদোয়ান। আর ৬৭তম মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন জুলাইয়ে লেস্টার সিটি থেকে আসা মাহরেজ। গুনদোয়ানের পাস থেকে গোল করেন চার মিনিট আগে আগুয়ারোর বদলি নামা এই মিডফিল্ডার। সিটির হয়ে আলজেরিয়ার এই ফুটবলারের এটাই প্রথম গোল। ৮৯তম মিনিটে নিচু শটে কার্ডিফের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মাহরেজ। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর