× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মহাকাশ গবেষণায় জাপানের সাফল্য

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) সেপ্টেম্বর ২৩, ২০১৮, রবিবার, ১২:০৮ অপরাহ্ন

জাপানের পাঠানো একজোড়া রোবট রোভার অবতরণ করেছে একটি গ্রহাণুর ওপর। এরপর সেখানে তথ্য অনুসন্ধান শুরু করেছে। শনিবার জাপানের মহাকাশ বিষয়ক এজেন্সি এ খবর জানিয়েছে। এর মধ্য দিয়ে জাপান আমাদের সৌরজগতের উৎস সম্পর্কে তথ্য অনুসন্ধান করছে, জানার ব্যবস্থা করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) মতে, কোনো গ্রহাণুর পৃষ্ঠে চলমান রোবোটিক পর্যবেক্ষণ বিশ্বে এটাই প্রথম। জাক্সা বলেছে, জাপানের হায়াবুসা ২ নামের ওই রোবোটিক রোভার উৎক্ষেপণ করা হয়। এর একদিন পরেই তা সফলতার সঙ্গে পৌঁছে যায় রাইউগু গ্রহাণুতে।
এ রোবটটির গড়ন গোলাকার। দুটি রোভারের প্রতিটিই স্বাভাবিকভাবে কাজ করছে এবং রাইউগু গ্রহাণুর পৃষ্ঠে অনুসন্ধান শুরু করেছে। গ্রহাণুটিতে রয়েছে নি¤œ মাত্রার অভিকর্ষণ। ফলে রোভার দুটি এই গ্রহাণুর পৃষ্ঠের ওপর দিয়ে সহজেই লাফিয়ে লাফিয়ে চলবে। আর এ সময় গ্রহাণুটির গাঠনিক কাঠামোর বিষয়ে তথ্য অনুসন্ধান করবে এ রোভার দুটি। জাক্সার প্রজেক্ট ম্যানেজার ইউইশি সুদা বলেছেন, মহাজাগতিক ছোট্ট জিনিসগুলোতে মহাকাশ গবেষণায় আমরা নতুন একটি পদ্ধতি প্রতিষ্ঠিত করতে পেরেছি। এ জন্য আমি গর্বিত। এর আগে জাপানের এই এজেন্সিটি ২০০৫ সালে আরেকটি গ্রহাণুতে একই রকমভাবে রোভারকে অবতরণের চেষ্টা করেছিল। কিন্তু সেক্ষেত্রে তারা ব্যর্থ হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর