× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

‘এখানে আমি একজন অ্যাকশন হিরো’

বিনোদন

এন আই বুলবুল
২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব। গেল বছর ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেতার। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি ও হালের ক্রেজ পরীমনি। প্রথম ছবি দিয়েই বেশ আলোচনায় আসেন ডিএ তায়েব। চলচ্চিত্র বোদ্ধাদের প্রশংসা ও দর্শকের সাড়ায় দ্বিতীয় চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন বলে জানান তিনি। চলতি বছরের শুরুর দিক থেকে এ অভিনেতা ‘অন্ধকার জগৎ’ নামের ছবির শুটিং শুরু করেন। এই ছবিতে ডিএ তায়েব জুটি বেঁধেছেন জনপ্রিয় নায়িকা মাহির সঙ্গে। এটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন।
ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। এদিকে বিএফডিসিতে বর্ণাঢ্য একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে শনিবার এ ছবির অডিও অ্যালবাম প্রকাশ হয়েছে। ছবিটি প্রসঙ্গে ডিএ তায়েব বলেন, আসছে ১৯শে অক্টোবর আমার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘অন্ধকার জগৎ’ মুক্তি পাবে। এটির প্রচার-প্রচারণা নিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছি। এ ছবি নিয়ে আমি খুব আশাবাদী। প্রথম ছবির চরিত্রে থেকে বের হয়ে এটিতে সম্পূর্ণ নতুন একটি চরিত্রে অভিনয় করেছি। এখানে আমি একজন অ্যাকশন হিরো। অ্যাকশন চরিত্রে অভিনয় করতে কোনো সমস্যার মুখোমুখি হতে হয়েছে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছোট পর্দায় ‘ডিবি’ ধারাবাহিকে আমি অ্যাকশন চরিত্রে অভিনয় করছি অনেক আগে থেকেই। এই চরিত্রটির সঙ্গে আমি আগে থেকেই পরিচিত। তবুও বড় পর্দার কাজের ভিন্নতা থাকে। সেজন্য শুটিংয়ের আগে আমি বেশ প্রস্তুতি নিয়েছি। ছবিটি দর্শকরা কেন দেখবেন? সেই বিষয় নিয়েও এই অভিনেতা কথা বলেন। তার ভাষ্য, এটি একটি মৌলিক গল্পের ছবি। এটির নির্মাণ ব্যয়ও প্রচুর। এছাড়া এই ছবিতে মিশা সওদাগর, আলেকজান্ডার বো ও মাহির মতো শক্তিমান অভিনেতা-অভিনেত্রী রয়েছেন। চলতি বছরের শেষের দিক থেকে এই অভিনেতা নতুন আরো একটি ছবির কাজ শুরু করার পরিকল্পনা করছেন বলেও জানান। চলচ্চিত্রের ব্যস্ততার কারণে গেল কয়েক মাস ছোট পর্দায় তেমন কাজ করছেন না তিনি। বেশ কিছু কাছের নির্মাতার অনুরোধে ঈদে কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তবে এটিএন বাংলায় এই অভিনেতার প্রচার চলছে ‘ডিবি’ শিরোনামের একটি ধারাবাহিক। এটির জন্য দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন তিনি। জনপ্রিয় এই অভিনেতা অভিনয়ের বাইরে বাংলাদেশ পুলিশ বিভাগে কর্মরত। একই সঙ্গে অভিনয় ও পুলিশ বিভাগের দায়িত্ব পালনে কোনো সমস্যার মুখোমুখি হতে হয় কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি। সত্যি বলতে, আগে আমি আমার অফিসের দায়িত্ব পালন করি। তারপর শুটিংয়ে অংশ নিই। ঢাকার বাইরে টানা শুটিং থাকলে ছুটি নিয়েই কাজ করি। শোবিজে কাজের ক্ষেত্রে নায়ক-নায়িকাদের নিয়ে নানা রকম আলোচনা-সমালোচনা হয়। ডিএ তায়েবকে নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য শোনা যায়। বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন জানতে চাইলে বলেন, সব কাজের আলোচনা-সমালোচানা হবে এটিই স্বাভাবিক। তবে গঠনমূলক সমালোচনা সবার জন্য ভালো। বিশেষ করে গঠনমূলক সমালোচনা একজন শিল্পীকে তার পরবর্তী কাজের জন্য আরো বেশি সচেতন করে বলে আমি মনে করি। আলাপনে তার কাছে সর্বশেষ জানতে চাওয়া হয় ক্যারিয়ারে এই সময়ে নিজেকে নিয়ে কী ভাবছেন তিনি? তার উত্তর, আজকে যে পর্যায়ে এসেছি তাতেই আমি সন্তুষ্ট। এতটুকু যে আসতে পারবো, সেটিও ক্যারিয়ারের প্রথমে ভাবতে পারিনি। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে তাদের ভালোবাসায় আবদ্ধ করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর