× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

অস্কারে যাচ্ছে ‘ডুব’

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার

৯১তম অস্কার (একাডেমি অ্যাওয়ার্ড) আসরে বিদেশি ভাষার ছবি বিভাগে অংশ নেয়ার জন্য বাংলাদেশের ছবি হিসেবে নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘ডুব’। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ‘ডুব’ ছবির নাম ঘোষণা করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। অনুষ্ঠানে অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান এ ঘোষণা দেন। তিনি জানান, এবার দুটি ছবি জমা পড়েছিল। ছবি দুটি হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ এবং অন্যটি নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’। জমা পড়া দুটি ছবির মধ্যে থেকে বিভিন্ন দিক বিবেচনা করে ‘ডুব’ ছবিটি নির্বাচন করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের নয় সদস্য বিশিষ্ট কমিটি। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনয় শিল্পী তিশা, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও ‘ডুব’ ছবির প্রযোজক আবদুল আজিজ, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রগ্রাহক পঙ্কজ পালিত, নির্মাতা শামীমা আক্তার। এবার অস্কারের জন্য ‘ডুব’ ছবিটি নির্বাচিত হওয়ায় বেশ আনন্দিত মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, অস্কারে এটা আমার তৃতীয় ছবি যাচ্ছে। আমি আনন্দিত এবং আশা করছি, এবার না হলেও একদিন ঠিকই বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতায় অস্কার জিতবে আমাদের ছবি। তিশা বলেন, নিজের অভিনীত ছবি অস্কারে যাচ্ছে ভেবে সত্যিই ভালো লাগছে। এটা আমার অভিনীত তৃতীয় ছবি, যা অস্কারে যাচ্ছে। ছবির প্রযোজক আবদুল আজিজ বলেন, প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে এটা আমাদের প্রথম ছবি যে, অস্কারের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে। এটা গর্বের বিষয়ও বটে। সামনে দায়িত্ব আরো বেড়ে গেল আমাদের। জাজের প্রযোজনায় ‘ডুব’ ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খানের বিপরীতে তিশা অভিনয় করেছেন। এছাড়া আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্র, রোকেয়া প্রাচীসহ অনেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর