× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পশ্চিমবঙ্গে বুধবার বন্‌ধ ডেকেছে বিজেপি

দেশ বিদেশ

কলকাতা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার

দক্ষিণ দিনাজপুরে ছাত্র বিক্ষোভে গুলিতে দুইজনের মৃত্যুর প্রতিবাদে পশ্চিমবঙ্গে আগামী বুধবার ২৬শে সেপ্টেম্বর ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। গত শনিবার এক জনসভায় এই ঘোষণা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানা গেছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য কমিটির এই বন্‌ধের ডাকে সমর্থন জানিয়েছেন। বিজেপি সূত্রে জানানো হয়েছে, নবান্ন অভিযানের কর্মসূচি বাতিল করে এই বন্‌ধের ডাক দেয়া হয়েছে। বিজেপির পশ্চিমবঙ্গ কমিটির অন্যতম সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেছেন, আর চুপ করে বসে থাকা সম্ভব ছিল না। পঞ্চায়েত নির্বাচনে সমস্ত বিরোধী দলের অনেক কর্মী-সমর্থক মারা গিয়েছেন, দুষ্কৃতকারীরা প্রকাশ্যে রাস্তায় অস্ত্র হাতে ঘুরে বেড়িয়েছে। তখন পুলিশ নিশ্চুপ ছিল। অথচ ছাত্ররা আন্দোলনে নামতেই গুলি চালালো পুলিশ।
মুখ্যমন্ত্রী নিজেই পুলিশমন্ত্রী। তাই কার নির্দেশে এই সব হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অগত্যা বন্‌?ধ না ডেকে উপায় ছিল না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পুলিশ কোনো গুলি চালায় নি। কলকাতা থেকে বিজেপির বন্‌?ধ  ঘোষণার খবর পেয়েই ইতালির মিলানে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, প্রশাসন বন্‌?ধ হতে দেবে না। সাধারণ মানুষের কাছে তার আবেদন, বিজেপি-আরএসএস-এর প্ররোচনায় পা দেবেন না। ওরা আগুন নিয়ে খেলছে। শান্তিপূর্ণভাবে বন্‌?ধের মোকাবিলা করুন।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর