× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

চিরনিদ্রায় শায়িত ওসমান গণি

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার

দুই দফা জানাজা শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. ওসমান গণিকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল বিকালে নগরবাসী, মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সর্বসাধারণের শ্রদ্ধা শেষে সন্ধ্যায় বনানী কবরস্থানে দাফন করা হয় বর্ষীয়ান এ রাজনীতিবিদকে।
এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৮ নম্বর ফ্লাইটে করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওসমান গণির মৃতদেহ এসে পৌঁছায়। তার মরদেহ গ্রহণ করেন ডিএনসিসির প্যানেল মেয়র-২ মো. মোস্তাফা জামাল, প্যানেল মেয়র-৩ আলেয়া আক্তার ডেইজি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল আলম। এরপর সেখান থেকে ওসমান গণির মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখানে জোহরের নামাজের পরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা-১১ আসনের এমপি একেএম রহমাতুল্লাহ, প্রধান কার্যলয়ের সচিব সাজ্জাদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেনসহ সিটি করপোরেশন ও মহানগর আওয়ামী লীগের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় গুলাশান-২ এর নগরভবনের সামনে। সেখানে  সবাই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্যানেল মেয়রকে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর বিকাল ৩টায় মরদেহ নেয়া হয় তার বাড়ি ও নির্বাচনী এলাকা বাড্ডায়।
বাদ আসর সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে। এতে তার আত্মীয়-স্বজন ও এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। মাগরিবের নামাজের পরে সন্ধ্যা সাড়ে ৬টায় বনানী কবরস্থানে দাফন করা হয় ডিএনসিসির প্যানেল মেয়র ও বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণিকে।
গত জুলাই মাসে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ার পরে ১৪ই আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। শনিবার সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ও ৪ পুত্র সন্তান, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামী ২৫শে সেপ্টেম্বর, মঙ্গলবার বাদ আসর ডিএনসিসির নগর ভবনে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেলে গত বছর ৪ঠা সেপ্টেম্বর ডিএনসিসির ২১নং ওয়ার্ড কমিশনার ও ১নং প্যানেল মেয়র ওসমান গণি মেয়রের দায়িত্ব পান।

এরপরে মেয়র আনিসুল হক মারা যাওয়ার পরেও দায়িত্ব পালন করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর