× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

১৪-১৫ই অক্টোবর ঢাকায় ইভিএম মেলা

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে প্রদর্শনী মেলার আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৪ ও ১৫ই অক্টোবর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ইভিএমের মাধ্যমে ডেমো ভোট দেয়ার সুযোগ থাকবে। তবে এজন্য আগেই রেজিস্ট্রেশন করতে হবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কমিউনিকেশন অফিসার হুসাইন মো. আশিকুর রহমান জানান, ডেমো ভোট দেয়ার জন্যww w.nidw.gov.bd/বাস এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করা যাবে ৫ই অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ইভিএমে ভোট দিতে হলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
শনিবার ইভিএম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে প্রচার-প্রচারণা চালানোর জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেন, কিভাবে এটার ব্যবহার হবে সেটা যদি না জানে, তাহলে তো মানুষের মধ্যে প্রশ্ন থেকেই যাবে।
সুতরাং আমাদের প্রয়োজন- যত তাড়াতাড়ি সম্ভব ইভিএম কী, কী কী উপকারিতা- সেটা আপনাদের মাধ্যমে দেশব্যাপী প্রচার-প্রচারণা চালাতে হবে।
প্রসঙ্গত, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রত্যেকটিতে অন্তত একটি করে ভোটকেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিতে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এ লক্ষ্যে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে দেড় লাখ ইভিএম ক্রয়ের প্রকল্প গ্রহণ করেছে ইসি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর