× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোটনের ভাবনায় এখন দ্বিতীয় রাউন্ড

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার

বাছাই পর্বের ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই দল নিয়ে আগামী ২৩শে ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। সেখান থেকে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ উঠবে আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে হতে যাওয়া মূল পর্বে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনের ভাবনায় উঠে এসেছে দ্বিতীয় পর্ব। ‘সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। গতবার মূল পর্বে উঠেছিলাম। এবারও একই লক্ষ্য। গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। এখন টার্গেট দ্বিতীয় পর্ব’- বলেন তিনি।
বাছাই পর্বে মেয়েদের পারফরমেন্সের মূল্যায়ন করতে গিয়ে ছোটন বলেন, মেয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে। সারা বছর কঠোর পরিশ্রম করলে যে ফল পাওয়া যায়, এই টুর্নামেন্টই তার প্রমাণ। সামনে এখন আরো এগিয়ে যেতে হবে আমাদের। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি কঠিন ছিল উল্লেখ করে নারী দলের সফল এই কোচ বলেন, ভিয়েতনাম শক্তিশালী দল। শুরু থেকে আমরা আধিপত্য বিস্তার করেছি। প্রথমার্ধে ওরা একটু প্রতিরোধের চেষ্টা করেছিল কিন্তু পারেনি। দ্বিতীয়ার্ধে পুরোপুরি আধিপত্য ছিল আমাদের। ম্যাচ শেষে সেটা স্বীকার করে ভিয়েতনামের কোচ থি মাই লান বলেন, যোগ্য দল হিসেবে গ্রুপ সেরা হয়েছে বাংলাদেশ। অভিনন্দন তাদের। দল হিসেবে তারা এই প্রতিযোগিতায় সেরা ছিল এবং তাদের ফিনিশিংও ভালো। সেরা দল হিসেবেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপের শেষ ম্যাচে এসে প্রথম গোলের দেখা পাওয়া ডিফেন্ডার আঁখি খাতুন মাঠে আসা হাজার পাঁচেক দর্শককে ধন্যবাদ জানাতে ভোলেননি। ‘আমরা মাঠে খেলেছি। বাইরে থেকে সবাই সমর্থন দিয়েছে বলে আমরা আরো খুশি। সামনে আরো ভালো খেলতে চাই। দর্শকদের ধন্যবাদ-বলেন তিনি। চার গোল নিয়ে গ্রুপ পর্ব শেষ করা ফরোয়ার্ড তহুরা খাতুন জানালেন আরো এগিয়ে যাওয়ার প্রত্যয়। ‘প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভালো খেলে জিতেছি। অনেক কষ্ট করতে হয়েছে আমাদের। ভোর ৬টায় যেমন অনুশীলন করতে হয়েছে, তেমনি দুপুর ১২টায় কড়া রোদেও অনুশীলন করেছি। এখন আরো সামনে এগিয়ে যেতে চাই।’ গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান সরাসরি ২০১৯ সালে থাইল্যান্ডে মূলপর্বে খেলবে। স্বাগতিক হওয়ায় থাইল্যান্ডও সরাসরি মূল পর্বে খেলা নিশ্চিত করেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর