× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ঘরের মাঠে হোঁচট খেলো বার্সা

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার

লিওনেল মেসির গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। মাঝের ছন্দপতনে পাল্টা গোল খেয়ে বসে দুটি। পরিণত হয় ১০ জনের দলে। তবে জেরার্ড পিকের গোলে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কোচ আরনেস্তো ভালভার্দের দল। ক্যাম্প ন্যুতে রোববার লা লিগায় জিরোনার সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সা। এদিন মেসির নৈপুণ্যে ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। তবে তিন জন ডিফেন্ডারকে পিছনে ফেলে বার্সা অধিনায়কের নেয়া শট ঠেকিয়ে দেন জিরোনা গোলরক্ষক। ১৯তম মিনিটে মেসিকে আর রুখতে পারেনি অতিথিরা।

দুজন ডিফেন্ডারের মধ্যে থেকে বল  বের করে নিয়ে ডি-বক্সের মাঝ বরাবর বাড়ান চিলির মিডফিল্ডার আরতুরো ভিদাল।
ছুটে এসে বাঁ পায়ের শটে বল ঠিকানায় পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। দারুণ গোছানো এক আক্রমণে ২৯তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় জিরোনা। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেনকে কাটিয়ে শট নেন স্প্যানিশ মিডফিল্ডার পোর্তু। কিন্তু গোললাইন থেকে ফিরিয়ে দেন জেরার্ড পিকে। ছয় মিনিট পরেই বড় ধাক্কাটি খায় স্বাগতিকরা।

প্রতিপক্ষের স্প্যানিয়ার্ড মিডফিল্ডার পেরে পনসের মুখে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি সেন্টার ব্যাক ক্লেমো লংলে। ৪৫তম মিনিটে সমতায় ফেরে জিরোনা। মাঝমাঠের কাছ থেকে বেনিতেসের ক্রস ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান স্টুয়ানি। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে কাম্প ন্যুকে স্তব্ধ করে এগিয়ে যায় জিরোনা। পোর্তুর শট টার স্টেগেন ঠেকানোর পর ফিরতি বল পেয়ে অনায়াসে জাল খুঁজে নেন স্টুয়ানি। ৬০তম মিনিটে মেসির ফ্রি-কিক ক্রসবারে বাধা পায়। এর তিন মিনিট পরেই হেডে সমতাসূচক গোলটি করেন স্প্যানিয়ার্ড ডিফেন্ডার পিকে। লীগে এ মৌসুমে টানা চার জয়ের পর পয়েন্ট হারাল বার্সেলোনা। শনিবার এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। জিরোনার সঙ্গে ড্রয়ের পর বার্সেলোনার পয়েন্টও সমান ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ফিরেছে কাতালান ক্লাবটি। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আলাভেস। চতুর্থ স্থানে থাকা সেল্টা ভিগোর পয়েন্ট ৮। অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও ৮। গোল পার্থক্যে পিছিয়ে পঞ্চম স্থানে আছে তারা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর