× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

আপিলেও বৃটিশ যুবতীর জেল বহাল

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) সেপ্টেম্বর ২৪, ২০১৮, সোমবার, ১২:৫৭ অপরাহ্ন

মিশরে আপিলেও হেরে গেলেন বৃটিশ যুবতী লরা প্লামার (৩৪)। অবৈধভাবে বেদনানাশক ট্যাবলেট বহনের কারণে তার বিরুদ্ধে তিন বছরের জেল দিয়েছে আদালত। এর বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। এ খবর দিয়েছে বৃটেনের অনলাইন দ্য টেলিগ্রাফ।

লরা কাজ করেন একটি দোকানে। তার বয়ফ্রেন্ড ওমর কাবু’র জন্য ওই ট্যাবলেট বহন করছিলেন। একটি সুটকেসের ভিতর তিনি বহন করছিলেন ২৯০টি ট্রামাডোল ট্যাবলেট। আপিলে তিনি বলেছেন, মিশরে এই ট্যাবলেট বহন করা নিষিদ্ধ তা তিনি জানতেন না।
কিন্তু তার কথা আমলে না নিয়ে কায়রোর বিচারক আগের রায় বহাল রেখেছে। লরা বৃটেনের হাল-এর বাসিন্দা। তিনি বলেছেন, আমি ভেবেঠিলাম আপিলে বিচারকদের বোধোদয় হবে এবং তারা বুঝতে পারবেন যে, আমি সজ্ঞাতে ট্যাবলেটগুলি বহন করি নি। আমি জানতাম না এগুলো মিশরে নিষিদ্ধ।

গত বছর ৯ই অক্টোবর মিশরের লোহিত সাগর উপকূলে অবকাশযাপন কেন্দ্র হারগাদায় বিমানে করে যাওয়ার সময় লরাকে বিমানবন্দরে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তিনি পুলিশকে বলেন, বৃটেনে এ ট্যাবলেট বৈধ। সেটা ভেবে তিনি মিশরে তার বয়ফ্রেন্ড ওমর কাবু’র জন্য ওই ট্যাবলেটগুলো বহন করছিলেন। ওমরের প্রচন্ড ব্যাকপেইন আছে।

তবে আপিল কোর্ট বলেছে, আইনের প্রতি অবজ্ঞা দেখানো কোনো আত্মপক্ষ সমর্থনের কারণ হে পারে না। তাই আগের আদালত যে রায় দিয়েছেন তা যথার্থ। ওদিকে মেয়েকে জেল দেয়ার তার মা রবার্তা সিনক্লেয়ার হতাশা প্রকাশ করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর