× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে ভূমিহীনদের মিছিল ও স্মারকলিপি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

সিলেটে সুরমা নদীভাঙনে সদর উপজেলার জালালাবাদ থানার ৬নং টুকের বাজার ইউনিয়নে ১০৫টি ভূমিহীন পরিবার ভিটেমাটি হারা হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ ভিটেহারা হয়ে সিলেট-সুনামগঞ্জগামী রাস্তার পাশে ঝুপড়ি ঘর বানিয়ে পরিবারপরিজন নিয়ে বসবাস করছে। বর্র্তমানে রাস্তায় উন্নয়ন কাজ শুরু করা হবে বলে ওই পরিবারবর্গকে উচ্ছেদ হওয়ার জন্য সরকারিভাবে নোটিশ দেয়া হয়। এ কারণে তাদের আশ্রয়ের কোনো অবলম্বন নেই। তাই নদীভাঙনকবলিত ভূমিহীনদের মধ্যে সরকারি খাসজমি বন্দোবস্তের দাবিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার শাখার উদ্যোগে সোমবার সকাল ১১টায় কাজীর বাজার ব্রিজ হতে ভূমিহীন পরিবারের নারী-পুরুষ, ছেলেমেয়েরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দীপ কুমার সিংহ। এ সময় তিনি উপস্থিত ভূমিহীন নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন যে, সরকারি খাস জমি হচ্ছে ভূমিহীনদের প্রাপ্য। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম, দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক সাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, পরিবহন শ্রমিক নেতা খোকন মিয়া, ভূমিহীন পরিবারের পক্ষে ছিলেন ভূমিহীন সংগঠনের সভাপতি কামাল উদ্দিন, আলী আহমদ, আব্দুস সাত্তার, জামাল আহমদ, মনোয়ারা বেগম, সোহরাব হোসেন, দুদু মিয়া, হিরন মিয়া, আসাব উদ্দিন ও ১০৫টি পরিবারের নারী-পুরুষ ও সন্তান-সন্ততি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর