× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

এটিএন বাংলায় ‘হাতেম’
যুগ যুগ ধরে বাংলার মানুষের কাছে আরব্য রজনীর গল্পের অতি প্রিয় চরিত্র হাতেম। নিজের সততা ও সাহসিকতা দিয়ে মানুষের উপকার করা এই হাতেম টিভি দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় একটি নাম। হাতেম শিরোনামের টিভি সিরিয়ালের মাধ্যমেই তিনি ছোটপর্দার দর্শকদের অন্তরে স্থান করে নিয়েছেন। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘হাতেম’ প্রচার হচ্ছে এটিএন বাংলায়। আজ রাত ৯টায় প্রচার হবে বাংলায় ডাবিংকৃত এ টিভি সিরিয়ালটি। এটি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯ টায় প্রচার হচ্ছে।

চ্যানেল আইতে ‘ভালোবাসার যৌথ খামার’
চ্যানেল আইতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার যৌথ খামার’। শিশুদের কাহিনী অবলম্বনে নির্মিত এ ধারাবাহিকটির রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে তারিক আনাম খান, তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, শাহেদ শরীফ খান, রিচি সোলায়মান, চিত্রলেখা গুহ, সোহেল খান, ওয়াহিদা মল্লিক জলি, কচি খন্দকার, ডা. এজাজ, রফিকউল্লাহ সেলিম, মুনিরা মিঠু, নোভা, তৌসিফ, টয়া, হিমি, নাজনীন হাসান চুমকী প্রমুখ।


এনটিভিতে ‘ডুগডুগি’
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ডুগডুগি’। নাটকটি প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, এজাজুল ইসলাম, আজমেরী হক বাঁধন, মিশু সাব্বির, মৌটুসী বিশ্বাস, আব্দুল্লাহ রানা, শাহনাজ খুশী, শাহেদ আলী সুজন, শামীমা নাজনীন, শর্মীমালা, মুকুল সিরাজ, সিফাত সেহরিন, সাজ্জাদ হুসাইন, হায়দার কবীর মিথুন, শফিক মুক্তা, আল আমিন সবুজ প্রমুখ।

আরটিভিতে ‘নোয়াশাল’
আজ আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মীর সাব্বির। এটি প্রচার হয় প্রতি সোম থেকে বুধবার রাত ৯টা ২৫ মিনিটে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলীরাজ, মীর সাব্বির, রওনক হাসান, ফারুক আহমেদ, নাজনীন হাসান চুমকি, অহনা, নিশা, বিনয় ভদ্র, আমিন আজাদ, সুভাশীষ ভৌমিক, বাদল, হায়দার, দেব মিঠুসহ আরো অনেকে।

মাছরাঙা টেলিভিশনে ‘প্রেমনগর’
প্রতি সোম ও মঙ্গলবার রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘প্রেমনগর’। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় কমেডিনির্ভর নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কে এস ফিরোজ, সাবেরী আলম, মীর সাব্বির, উর্মিলা, আরফান আহমেদ, আ খ ম হাসান, তাসনুভা তিশা, ডা. এজাজ, তানিয়া বৃষ্টি, শবনম পারভীন, শিরিন আলম, তারিক স্বপন, রাশেদ মামুন অপু, সানজিদা তন্ময় প্রমুখ।

দীপ্ত টিভিতে ‘নিউইয়র্ক থেকে বলছি’
দীপ্ত টিভিতে শনি-বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘নিউইয়র্ক থেকে বলছি’। নাটকটি রচনা করেছেন রূপান্তর এবং পরিচালনা করেছেন রহমত উল্লাহ তুহিন। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, টনি ডায়েস, ইন্তেখাব দিনার, হিল্লোল, সাবেরি আলম, তারিন, নওশিন, রিচি সোলায়মান, ইশানা, জেনি এবং আরো অনেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর