× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ছক্কার রেকর্ডে আফ্রিদির পরেই রোহিত

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সব ফরমেট মিলিয়ে ৩০০ ছক্কার মাইলফলক ছুঁয়েছেন রোহিত শর্মা। আর পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদির পর দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এমন ল্যান্ডমার্ক স্পর্শ করলেন তিনি। ভারতের হয়ে দ্রুততম তিনশ’ ছক্কার রেকর্ড এখন রোহিতের। রোববার পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে ১১১ রানের অপরাজিত ইনিংস উপহার দেন রোহিত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৩৭ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে জবাবে ১ উইকেট হারিয়েই দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া। শিখর ধাওয়ানের (১১৪) সঙ্গে ওপেনিং জুটিতে ২১০ রান তোলেন রোহিত। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ভারতের কোনো ওপেনিং জুটির ২০০ রানের প্রথম ঘটনা এটি।
এ ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ ছক্কা থেকে ৪টি কম ছিল রোহিত শর্মার। দুবাইয়ে তার ১১৯ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কার মার। আন্তর্জাতিক ক্যারিয়ারের ৩০১তম ইনিংসে ৩০০ ছক্কার অভিজাত ক্লাবে প্রবেশ করেন রোহিত। ২৭৬ ইনিংসে তিনশ’ ছক্কা পূর্ণ হয় পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আফ্রিদির। ওয়ানডেতে ১৮১ ইনিংসে (১৮৭ ম্যাচ) ১৮৩ ছক্কা রোহিতের। টি-টোয়েন্টিতে ৭৭ ইনিংসে (৮৪ ম্যাচ) তার ব্যাট থেকে আসে ৮৯টি ছক্কা। আর সাদা পোশাকে ৪৩ ইনিংসে (২৫ টেস্ট) ২৯টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত।  সব মিলিয়ে রোহিতের ছক্কার সংখ্যা ৩০১। অর্থাৎ ইনিংস প্রতি ১টি করে ছক্কার কীর্তি রোহিতের। যা যৌথভাবে রেকর্ড ৪৭৬ ছক্কার মালিক আফ্রিদি ও ক্রিস গেইলের চেয়েও বেশি। দুইজনের ইনিংস প্রতি ছক্কার গড় যথাক্রমে ০.৯৩ ও ০.৮৬। রোহিতের আগে ভারতের প্রথম ক্রিকেটার ৩০০ ছক্কার মাইলফলকে নাম লেখান মহেন্দ্র সিং ধোনি (৪০০ ইনিংস)। মাইলফলক গড়ার ম্যাচে ভারতের তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান পূরণ করেন এই ফরমেটে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত। এ তালিকায় তার উপরে রয়েছেন বিরাট কোহলি (১৬১ ইনিংস) ও সৌরভ গাঙ্গুলি (১৭৪)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর