× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

বার্সার হোঁচট, মেসির ইতিহাস

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

টানা চার ম্যাচ জয়ের পর ঘরের মাঠে হোঁচট খেলো এফসি বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে রোববার স্প্যানিশ লা লিগায় জিরোনার সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। লিওনেল মেসির গোলে শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ক্লেমে লেংলে লাল কার্ড দেখলে প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় তারা। মাঝে ছন্দপতনে পাল্টা ২ গোল খেয়ে বসে। তবে, জেরার্ড পিকের গোলে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কোচ আরনেস্তো ভালভার্দের দল। সর্বশেষ দেখায় জিরোনাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। রোববার মেসির নৈপুণ্যে ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সেলোনা।
তিন জন ডিফেন্ডারকে পেছনে ফেলে বার্সা অধিনায়কের নেয়া শট ঠেকিয়ে দেন জিরোনা গোলরক্ষক।

১৯তম মিনিটে মেসিকে আর রুখতে পারেনি অতিথিরা। দু’জন ডিফেন্ডারের মধ্যে থেকে বল বের করে নিয়ে ডি-বক্সের মাঝ বরাবর বাড়ান চিলির মিডফিল্ডার আরতুরো ভিদাল। ছুটে এসে বাঁ পায়ের শটে বল ঠিকানায় পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২৯তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় জিরোনা। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেনকে কাটিয়ে শট নেন স্প্যানিশ মিডফিল্ডার পোরতুগেজ মানজানেরা। কিন্তু গোললাইন থেকে ফিরিয়ে দেন জেরার্ড পিকে। ছয় মিনিট পরেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। প্রতিপক্ষের স্প্যানিয়ার্ড মিডফিল্ডার পেরে পুনসের মুখে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি সেন্টার ব্যাক ক্লেমে লেংলে।

গত গ্রীষ্মকালীন দলবদলে সেভিয়া থেকে আসার পর এটা ছিল বার্সার জার্সি গায়ে তার অভিষেক ম্যাচ। ৪৫তম মিনিটে সমতায় ফেরে জিরোনা। মাঝমাঠ থেকে বেনিতেসের ক্রস ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান স্টুয়ানি। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে কাম্প ন্যুকে স্তব্ধ করে এগিয়ে যায় জিরোনা। পোর্তুগেজের শট টার স্টেগেন ঠেকানোর পর ফিরতি বল পেয়ে অনায়াসে জাল খুঁজে নেন স্টুয়ানি। ৬০তম মিনিটে মেসির ফ্রি-কিক ক্রসবারে বাধা পায়। এর তিন মিনিট পরেই হেডে সমতাসূচক গোলটি করেন স্প্যানিয়ার্ড ডিফেন্ডার পিকে। শনিবার এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। জিরোনার সঙ্গে ড্রয়ের পর বার্সেলোনার পয়েন্টও সমান ১৩। তবে, গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ফিরেছে কাতালানরা। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আলাভেস। চতুর্থ স্থানে থাকা সেল্টা ভিগোর পয়েন্ট ৮। অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও ৮। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে তারা।

লা লিগায় মেসির ইতিহাস
স্প্যানিশ লা লিগায় রোববার জিরোনার বিপক্ষে মাঠে নেমে নতুন রেকর্ড গড়েন লিওনেল মেসি। আসরের ইতিহাসে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন মেসি। ২০০৪ সালের অক্টোবরে কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের হাত ধরে বার্সেলোনায় অভিষেক হয়েছিল তার। এস্পানিওলের বিপক্ষে ওই ম্যাচ দিয়েই লা লিগায় পথচলা শুরু হয় মেসির। লা লিগায় বিদেশি খেলোয়াড় হিসেবে ৪২২ ম্যাচ নিয়ে এতদিন শীর্ষে ছিলেন দানি আলভেজ। সেভিয়ার হয়ে ১৭৫ ম্যাচের পর বার্সেলোনার হয়ে ২৪৭টি ম্যাচ খেলেছিলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

এর আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে আলভেজকে ছুঁয়েছেন মেসি। লা লিগায় বার্সার হয়ে এখন পর্যন্ত মেসির গোল সংখ্যা ৩৮৭। আসরের ইতিহাসেও এখন পর্যন্ত সর্বাধিক গোলদাতা মেসি। ৩১১ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। আর আসরের ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ ৫০ গোলের কীর্তিও রয়েছে মেসির। গত ১৫ মৌসুমে ক্লাবটির হয়ে ৩২০ ম্যাচে জয়, ৬৬ ম্যাচে ড্র ও ৩৭টিতে হার দেখেন এই আর্জেন্টাইন সুপারস্টার। স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে আন্দোনিও জুবিজারেতার। স্প্যানিয়ার্ড এ তারকা লা লিগায় খেলেছেন মোট ৬২২ ম্যাচ। এই তালিকায় মেসি রয়েছেন ২১তম স্থানে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর