× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মাঠেই ‘জামাই আদর’ পেলেন শোয়েব

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাজে মন্তব্য এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সাইন আউট করেন সানিয়া মির্জা। কিন্তু ভারতীয় সমর্থকদের কাছ থেকে ঠিকই জামাই আদর পেলেন সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিক। রোববার ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে গ্যালারি থেকে ‘জিজু’ ডাক শোনেন শোয়েব। জিজু হিন্দি শব্দ। দুলাভাইকে জিজু বলে। তখন সীমানার কাছে ফিল্ডিং করছিলেন অভিজ্ঞ পাকিস্তানি অলরাউন্ডার। আর গ্যালারি থেকে ভারতীয় দর্শকরা ‘জিজু’ ‘জিজু’ বলে আওয়াজ তোলেন। মালিকও তাতে সাড়া দেন।
ঘাড় ঘুরিয়ে হাত নাড়েন শ্বশুর বাড়ির দেশের সমর্থকদের উদ্দেশ্যে। আগামী মাসেই মা হতে যাচ্ছেন মালিক পত্নী ভারতীয় টেনিস কন্যা সানিয়া মির্জা। ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেন মালিক। পাঁচ নম্বরে নেমে ৯০ বলে ৭৮ রানের ইনিংস উপহার দেন তিনি। দলীয় ৫৮ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক সরফরাজ আহমেদকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন মালিক। কিন্তু পাকিস্তানের দেয়া ২৩৮ রানের লক্ষ্যটা ৬৩ বল ও ৯ উইকেট হাতে রেখে অনায়াসেই টপকে যায় ভারত। সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। দুইজনের ওপেনিং জুটিতেই আসে ২১০ রান। টানা দুই জয়ে ভারতের ফাইনাল নিশ্চিত। আগামীকাল ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর