× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মেয়েদের পুরস্কৃত করলেন সালাউদ্দিন

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

আগেরদিন ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। ম্যাচটি মাঠে বসে দেখেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। গতকাল বিকালে বাফুফে ভবনে মেয়েদের সঙ্গে দেখা করলেন বাফুফে বস। সেখানে মেয়েদের আর্থিক পুরস্কারের পাশাপাশি নানা অনুপ্রেরণামূলক কথা শোনালেন দেশের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। চ্যাম্পিয়ন দলের সদস্য ২৩ জন। তবে, কাজী মো. সালাউদ্দিন এদিন পুরস্কার দিয়েছেন ক্যাম্পে থাকা ৩৯ মেয়েকেই। আশ্বাস দিয়েছেন ভুটান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরলে আরো বড় পুরস্কার দেয়ার। ঢাকায় চ্যাম্পিয়ন হওয়ার রেশ না কাটতেই আগামীকাল সকালে ভুটান যাচ্ছে আরেকটু সিনিয়র অনূর্ধ্ব-১৮ দল।
এবারের মিশন সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। থিম্পুতে সাফের নতুন এ টুর্নামেন্ট শুরু হবে ২৮শে সেপ্টেম্বর। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন মুগ্ধ হয়েছেন মেয়েদের খেলা দেখে। নিজের সেই মুগ্ধতার কথা না শুনিয়েও পারেননি কিশোরীদের। তার বক্তব্যের বেশিরভাগই ছিল মেয়েদের প্রশংসায় ভরা। মেয়েরা এ টুর্নামেন্টের জন্য প্রায় ১০ মাস ধরে অনুশীলন করেছেন, পরিশ্রম করেছেন। বাফুফে সভাপতি বলেছেন, এ সাফল্য তাদের পরিশ্রমেরই ফল। মেয়েদের উদ্দেশ্যে বাফুফে সভাপতি শুরুতেই বলেন, ‘আমি আসলে তোমাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাতে এসেছি। ভিয়েতনামের বিরুদ্ধেসহ কয়েকটি ম্যাচ আমি দেখেছি। তোমরা সুন্দর ফুটবল খেলেছো। বোঝাই যায়, কতটা কষ্ট তোমরা করেছো। আমি অনেক কিছুই বুঝি না। তবে, ফুটবলটা একটু বেশি বুঝি। ২০ বছর ফুটবল খেলেছি। আমি তো তোমাদের জাতভাই। আমি বুঝি তোমাদের উন্নতিটা। মেয়েদের সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখতে আরো কঠোর পরিশ্রমের পরামর্শ দিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘অনুশীলনের বিকল্প নেই। মেসি-রোনালদো সেরা ফুটবলার। তারা বেশি পরিশ্রম করেন। তারা মাঠে যে সুন্দর ফ্রি-কিকগুলো নেন, তা কিন্তু দিনের পর দিন অনুশীলনের ফল। রোনালদো রোজ ৪০-৫০টা করে ফ্রি-কিক মারেন। কষ্ট ছাড়া ফুটবল হয় না। তোমরা নিশ্চয়ই একদিন এশিয়ার অন্যতম সেরা দল হবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর