× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকা ও মাদারীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার ও বাংলার জমিন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ ও মাদারীপুর জেলায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে  দুই ব্যক্তি নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি নিহতরা মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য। সোমবার ভোরে এই দুই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র‌্যাব জানায়, রাত ৩টা ৪০ মিনিটের দিকে মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়া এলাকায় বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম আসাদুল। তার বয়স আনুমানিক ৩০ বছর। র‌্যাবের দাবি, আসাদুল মাদক ব্যবসায়ী ছিল। রাতে র?্যাব-২ এর একটি টহল দল মিরপুর বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় আসাদুলসহ সাত-আটজনের একটি দল বেড়িবাঁধের বিরুলিয়া সেতুর এক পাশে অবস্থান করছিল।
তারা সবাই মাদক ব্যবসায়ী। টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা র?্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং আক্রমণ করে। র?্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলি শেষে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। অন্যরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির পকেটে একটি কার্ড পাওয়া যায়। সেখানে তার নাম আসাদুল বলে জানা যায়। ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, একটি শটগান, এক হাজার পিস ইয়াবা ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-২ এর এএসপি সাইফুল মালিক জানান, নিহত শীর্ষ মাদক ব্যবসায়ী আসাদুলের নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদকের বড় বড় চালান আনা-নেয়া করছিল বলে আমাদের কাছে খবর রয়েছে।
মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর সদর উপজেলার শিরখারা এলাকায় সোমবার ভোরে ‘কথিত’ বন্দুকযুদ্ধে আলিম মোল্লা ওরফে আলি মোল্লা নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত যুবক একাধিক ডাকাতি ও চুরি মামলার আসামি। নিহত আলিম মাদারীপুরের ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের সামসুল হক মোল্লার ছেলে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকায় সোমবার গভীর রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এই সংবাদের ভিত্তিতে মাদারীপুর গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা গুলি ছুড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির একপর্যায়ে ডাকাত দল পালিয়ে গেলে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, নিহতের বিরুদ্ধে মাদারীপুর ও রংপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর