× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকা দক্ষিণের পরিচ্ছন্নতা কর্মসূচি স্থান পেলো গিনেস বুকে

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’। একই ভেন্যুতে সর্বোচ্চ সংখ্যক মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করায় বিষয়টি গিনেস বুকে স্থান পেয়েছে। গতকাল বিষয়টির আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়। ডিএসসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান, গিনেস বুক অব ওয়ার্ল্ডের ওয়েব সাইটে প্রকাশিত হওয়ার পর নিশ্চিত হয়েছেন তারা। ডিসিসি ছাড়াও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অংশ হয়েছে- রেকিট বেঙ্কাইজার (ডেটল), গাজী ট্যাংকস, জিটিভি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মাস্টহেড পিআর, কনটেন্ট ম্যাটারস, মেলোন্ডস ও এক্সপার্ট প্রোভাইডার্স।

গত ১৩ই এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে পালিত হয়েছিল এই কর্মসূচি। ‘মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার’ স্লোগান নিয়ে ডিএসসিসি’র ওই প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচির রেকর্ড উৎসর্গ করা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কর্মসূচিতে নিবন্ধিত ১৫ হাজার ৩১৩ জন নগরবাসী একযোগে ঝাড়ু দিয়েছিল বলে দাবি করেছিল ডিএসসিসি কর্তৃপক্ষ। গিনেস রেকর্ডে এদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে ৭ হাজার ২১ জনের নাম।
যা এ পর্যন্ত বিশ্বের একক কোনো ভেন্যুতে সর্বোচ্চ সংখ্যক মানুষের একযোগে ঝাড়ু দেয়ার কর্মসূচি হিসেবে নথিভুক্ত।

পরিচ্ছন্নতা অভিযানে এর আগের রেকর্ড ছিল ভারতের গুজরাটের। ২০১৭ সালের ২৮শে মে বদোধারা শহরে মিউনিসিপ্যাল করপোরেশন ৫ হাজার ৫৮ জন কর্মী নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলেছিল। নতুন এই রেকর্ড গড়তে সহায়তা করায় নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে ওইদিন মেয়র সাঈদ খোকন বলেন, এই রেকর্ডের মধ্য দিয়ে বিশ্বের কাছে প্রমাণ করেছি, ঢাকাবাসী পরিষ্কার নাগরিক। রেকর্ড গড়ার ঝাড়ু সবাইকে বাসায় নিয়ে ইতিহাসের সাক্ষী হিসেবে তুলে রাখার অনুরোধ জানান তিনি। বিশ্ব রেকর্ড গড়ার ওই কর্মসূচিতে আরো অংশ নিয়েছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগীর (বীরপ্রতীক), সানজিদা খানম, প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, চিত্রনায়ক রিয়াজ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল, ডিএনসিসির প্রয়াত মেয়র আনিসুল হকের ছেলে নাবিদুল হক প্রমুখ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের আহ্বান ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ অভিযানে যোগ দিয়েছিলেন এক ঝাঁক টেলিভিশন ও চলচ্চিত্র তারকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রেকিট বেঙ্কাইজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’, পাওয়ার্ড বাই জিটিভি সাপোর্টেড বাই ডিএমপি’র প্রতীকী ওই কর্মসূচি মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে গোলাপ শাহ মাজার থেকে জিরো পয়েন্ট হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়েছিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর