× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বর্ষসেরা একাদশে মেসি-রোনালদো, নেই নেইমার-সালাহ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

টানা দ্বাদশবারের মতো ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। জায়গা হয়নি নেইমার ও মোহাম্মদ সালাহর। লন্ডনে সোমবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়। জায়গা হয়নি বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জেতা থিবো কুরতোয়ারও। ২০০৭ সাল থেকে ফিফার বর্ষসেরা দলে জায়গা পেয়ে আসছেন আর্জেন্টিনার মেসি ও পর্তুগালের রোনালদো। নবমবারের মতো জায়গা পেলেন রিয়াল মাদ্রিদ ও স্পেন অধিনায়ক সার্জিও রামোস। ব্রাজিলের দানি আলভেস অষ্টমবারের মতো থাকলেন একাদশে। বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি স্পেনের ডেভিড ডি গেয়ার।
তবুও বেলজিয়ামের কুরতোয়াকে পেছনে ফেলে একাদশে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলরক্ষক। রক্ষণে আলভেস, রামোসের সঙ্গী রিয়ালের রাফায়েল ভারান ও মার্সেলো। চেলসির এডেন হ্যাজার্ড ও এনগোলো কন্তে জায়গা পেয়েছেন একাদশে। আছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক ও রিয়াল মিডফিল্ডার লুকা মদরিচ। বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা পিএসজি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে জায়গা পেয়েছেন একাদশে।
ফিফা বর্ষসেরা একাদশ:
ডেভিড ডি গেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড/স্পেন), দানি আলভেস (পিএসজি/ব্রাজিল), রাফায়েল ভারান (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ/স্পেন), মার্সেলো (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল), এনগোলো কন্তে (চেলসি/ফ্রান্স), লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া), এডেন হ্যাজার্ড (চেলসি/বেলজিয়াম), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/ফ্রান্স), লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা), ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস /পর্তুগাল)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর