× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘এই ট্রফি আমার একার নয়’

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

ক্যারিয়ারে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন রিয়াল মাদ্রিদের লুকা মদরিচ। টানা দুবারের বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো ও লিভারপুলের হয়ে অভিষেক মৌসুমে আলো ছড়ানো মোহাম্মদ সালাহকে হারিয়ে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচিত হন ক্রোয়াট এই মিডফিল্ডার। সোমবার এই পুরস্কার হাতে নিয়ে মদরিচ বলেন, এখানে এই ট্রফির সঙ্গে দাঁড়িয়ে থাকা অনেক সম্মানের ও দারুণ অনুভূতির। সবার আগে আমি মোহাম্মদ ও ক্রিস্টিয়ানোকে অভিনন্দন জানাতে চাই। আমি নিশ্চিত ভবিষ্যতে তোমাদের এই ট্রফির জন্য লড়াই করার আরো সুযোগ থাকবে। সতীর্থদের সহায়তা, কোচের পরামর্শ ছাড়া সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা সম্ভব হতো না। এই ট্রফি কেবল আমার একার নয়, এটা আমার রিয়াল মাদ্রিদ আর ক্রোয়েশিয়ার সতীর্থদেরও। আমার কোচদের ছাড়া আমি এটা জিততে পারতাম না।
আমার পরিবার ছাড়া আমি যে খোলোয়াড় তা হতে পারতাম না। ভক্তরা যে সমর্থন যুগিয়েছে ও ভালোবাসা দিয়েছে তার জন্য তাদের ধন্যবাদ। এটা আমার জন্য অনেক কিছু। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর