× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

উদ্বোধনের ১৫ দিনের মাথায় ফেরি উধাও

অনলাইন

রকিব উদ্দিন ভূইয়া, কুমিল্লা প্রতিনিধি
(৫ বছর আগে) সেপ্টেম্বর ২৫, ২০১৮, মঙ্গলবার, ৫:৩২ পূর্বাহ্ন

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীতে ঘাট থেকে ফেরি উদ্বোধনের ১৫ দিনের মাথায় ফেরি উধাও হয়ে গেছে । লাখ লাখ টাকা খরচ করে যানজট এড়াতে ফেরিঘাট নির্মাণ করা হলেও গাড়ি পারাপারে তেমন কোনো ব্যবস্থাই নাই।
সম্প্রতি দেশের পাইপলাইন খ্যাত জাতীয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন লাখ লাখ মানুষের যানজট দুর্ভোগ এড়াতে মেঘনা-গোমতী নদীতে ফেরী সার্ভিস উদ্বোধন করে সরকার । যার মাধ্যমে মালবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ ট্রেইলরগুলো পারাপারের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু আজও দেখা নেই ফেরি সার্ভিসের। ফলে কিছুতেই নিয়ন্ত্রণ হচ্ছে না দাউদকান্দি ব্রীজ এলাকায় যানজট। প্রতিদিনই কমবেশী যানজন লেগেই আছে। আর যানজট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্বিকার থাকায় ফেরীঘাট উদ্বোধনের মধ্যেই কার্যক্রম স্থবির হওয়ায় যানজটের কবলে পড়া সাধারণ মানুষরা ক্ষুব্ধ ।
জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চার লেনের গাড়ি দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর দুই লেনে পার হওয়ার সময় উভয় প্রান্তেই যানজট হচ্ছে।
এ ছাড়া মহাসড়কে দুর্ঘটনার কারণে যানচলাচল বন্ধ হয়ে সপ্তাহে দুই এক দিন মেঘনা-গোমতী ব্রীজ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। যার কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলরত ভারী পণ্যবাহী গাড়ীগুলোকে বিকল্প পথে ফেরি করে পাড়াপাড়ের কথা চিন্তা করে গত ১৭ আগষ্ট বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষের নির্দেশে পাটুরিয়া-দৌলতদিয়া রোডে চলাচলরত একটি ফেরি দাউদকান্দি ফেরিঘাটে স্থানান্তরিত করা হয় এবং ২০ আগষ্ট তড়িগড়ি করে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান দাউদকান্দি ফেরিঘাট ফেরি চলাচলের জন্য উদ্ধোধন করেন। তারপর থেকে টানা ১২ দিন দাউদকান্দি ঘাটে ফেরি ‘কুমারী’ ঘাটে অলস অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে কুমারী ফেরির চালক হাসান ঈমাম বলেন, টানা ১২ দিন দাউদকান্দি ঘাটে ফেরি নিয়ে বসে ছিলাম গত ২ সেপ্টেম্বর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের নির্দেশে পুনরায় পাটুরিয়া-দৌলদিয়া রুটে ফিরে আসি। কি কারণে দাউদকান্দি ফেরি ঘাটে নিয়ে যাওয়া হলো কেনই বা ফেরত পাঠালো এই বিষয়ে জানতে চাওয়া হলে কর্তৃপক্ষের নির্দেশেই সব কিছু হয়েছে বলে মন্তব্য করেন হাসান ঈমাম বলেন।
যাত্রী ও পণ্যবাহী একাধিক গাড়িচালক, যাত্রী ও স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতুর কারণে মূলত যানজট হচ্ছে। আট ও চার লেন দিয়ে আসা দ্রত গতির যানবাহনগুলো সেতুর মুখে এসে থেমে যাচ্ছে। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
এদিকে স্থানীয়রা জানান, তড়িঘড়ি করে দাউদকান্দি ও মেঘনা-গোমতী নদীতে ফেরী চলাচলের জন্য উদ্বোধন করলেও এখনও গাড়ী চলাচলের সড়ক নির্মাণের কাজ শেষ হয়নি। স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল দৈনিক মানব জমিনকে বলেন, ঈদের আগে তড়িঘড়ি করে সড়ক নির্মাণ করা হয়েছে। পুরো সড়কে ইট বিছিয়ে ওপরে বালি দিয়েই সড়ক নির্মাণ শেষ করা হয়েছে। এ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করলে দুই দিনের বেশি টিকবে না বলে মন্তব্য করেন।
এ বিষয়ে নারায়নগঞ্জ জেলা সওজ’র নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন মানব জমিনকে বলেন, ফেরিটি ঈদ কেন্দ্র করে চালুর ব্যবস্থা করা হয়েছিল। যাতে ঈদে যাত্রীরা বাড়ী ফিরতে ভোগান্তীতে না পরে। সেতু এলাকায় ছোটখাটো যানজটে যাত্রীদের তেমন কোন ভোগান্তি হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর