× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ধামরাইয়ে বিএনপির ২৬ নেতার রিমান্ডে, থানার সামনে স্বজনদের আহাজারি

অনলাইন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
(৫ বছর আগে) সেপ্টেম্বর ২৫, ২০১৮, মঙ্গলবার, ৭:৪২ পূর্বাহ্ন

ঢাকার ধামরাইয়ে বিএনপির ৫শ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে পুলিশ। গত সোমবার সন্ধায় এক প্রতিবাদ সভা থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের আটককৃত ২৬ নেতাকর্মীকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল ৭ দিনের রিমান্ড চেয়ে ধামরাই থানা পুলিশ আদালতে প্রেরন করে। আদালত এদের মধ্যে দুইজনকে দুই করে এবং বাকী ২৪ জনকে একদিন করে রিমান্ড মজ্ঞুর করে। এদিকে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতাদের খবরে পুরো ধামরাই জুড়ে আতংক সৃষ্টি হয়েছে।
গতকাল সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরনের সময় স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে। এসময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়ে।
মামলায় ঢাকা জেলা যুবদলের সাধারন সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ ও উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনসহ ১১৮ জনের নাম উল্লেখসহ ৫শ জনকে আসামী করা হয়েছে। থানার এস আই ভজন রায় বাদি হয়ে এ মামলার দায়ের করেন।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে। পরে ধামরাই থানা পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় ওই সভায় অভিযান চালিয়ে ঢাকা জেলা বিএনপির সহ-সম্পাদক এনায়েত হোসেন, যুবদল নেতা আবু তাহের, জাবেদ আলী, পলাশ,ইসমাইল হোসেন সুমন,বিল্লাল হোসেন,হানিফ আলী, মিলটন হোসেন,, রনি, সালাউদ্দিন,মিঠুন চন্দ্র দাস,আজিজুর রহমানসহ ২৬ নেতাকর্মীকে আটক করে। এসময় ওই সভাস্থল থেকে সাতটি ককটেল উদ্ধার করেছে বলেও পুলিশ দাবি করেছে।
ঢাকা জেলা যুবদলের সাধারন সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ বিএনপির গ্রেফতারকৃত নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবির জানিয়ে মানবজমিনকে বলেন, দেশ মাতা বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য প্রতিবকাদ সমাবেশ চলবে।
পুলিশ গ্রেফতার করে ধামরাইয়ের নেতাকর্মীদের ভীতির মুখে রাখতে পারবে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর