× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মতিয়ার

বাংলারজমিন

সিকৃবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. মতিয়ার রহমান। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর, প্রফেসর ড. মো. মতিয়ার রহমানকে সিকৃবির ভাইস চ্যান্সেলর হিসেবে চার (৪) বছর মেয়াদে নিয়োগ প্রদান করেন। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান। বীর মুক্তিযোদ্ধা ড. মো. মতিয়ার ৩১শে ডিসেম্বর ১৯৫৭ সালে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ফিলিপাইন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালে তিনি সিলেট সরকারি ভেটেরিনারি কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০০৩ সালে তিনি একই বিভাগে প্রফেসর হিসেবে পদোন্নতি পান।
২০০৬ সালে কলেজটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। ইতিপূর্বে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ সন্তানের জনক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর