× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রূপগঞ্জে সড়ক দখল করে সীমানা প্রাচীর নির্মাণ, বিক্ষোভ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার (রূপগঞ্জ) থেকে
২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

রূপগঞ্জে সন্ত্রাসী জড়ো করে চলাচলের প্রধান সড়কের জমি দখল করে প্রভাবশালী মহল সীমানা প্রাচীর নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পুলিশ বাধ্য হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। মঙ্গলবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাজধানীর বাসিন্দা জনৈক গোলাম কবির স্পিনিং মিল করার জন্য শিমুলিয়া মৌজায় কিছু জমি ক্রয় করেন। তার জমি সংলগ্ন রাস্তাটি উপজেলার ডেমরা-কালীগঞ্জ সংযোগ সড়ক ও দাউদপুর ইউনিয়নবাসীর চলাচলের একমাত্র প্রধান সড়ক। পূর্বে রাস্তার জায়গা রেখে সীমানা প্রাচীর নির্মাণের জন্য পিলার তুললেও মঙ্গলবার সকালে হঠাৎ একদল সন্ত্রাসী প্রহরায় রাস্তা ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে আসতে শুরু করলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় এলাকাবাসীর বিক্ষোভের মুখে পুলিশ বাধ্য হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান বলেন, রাস্তার জমি দখল করে প্রাচীর নির্মাণ করা হচ্ছে এবং এ নিয়ে এলাকায় গণ্ডগোল হচ্ছে শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা আপাতত কাজ বন্ধ রাখার জন্য বলেছি। তারা রাস্তার জমি রেখে কাজ শুরু করতে চাইলে যেকোনো সময় কাজ করতে পারবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর