× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

বিশিষ্ট সংগীতশিল্পী ও চলচ্চিত্র পরিচালক ফেরদৌস ওয়াহিদ আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। ‘১৮তম সাঁকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে গুণী এই সংগীত ব্যক্তিত্বের হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সাঁকো টেলিফিল্মের পরিচালক নাজমুল খান। তিনি জানান, এর আগে সাঁকো টেলিফিল্ম থেকে ফেরদৌস ওয়াহিদকে শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে পুরস্কৃত করা হয়েছে। তবে এবার সংগীতাঙ্গনে তার দীর্ঘদিনের পথচলাকে সাধুবাদ জানিয়ে এবং বাংলাদেশের সংগীতাঙ্গনে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তার হাতে এই আজীবন সম্মাননা তুলে দেয়া হবে। এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, সাঁকো টেলিফিল্মের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। সংগীতাঙ্গনে আমার অবদানের জন্য আমাকে সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা দেয়া হচ্ছে, বিষয়টি জেনে খুব ভালো লাগছে। সত্যি আমি খুবই আনন্দিত। আমি সাঁকো টেলিফিল্মের সঙ্গে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন জানাই তাদের আন্তরিকতার জন্য।
আগামী ২৮শে সেপ্টেম্বর রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের ব্যালকনি হলে ফেরদৌস ওয়াহিদের হাতে ‘আজীবন সম্মাননা’ তুলে দেয়া হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা এমপির কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর